শিরোনাম
ভারতীয় বিমানবাহিনীর দুই বিমান বিধ্বস্ত, নিহত ১
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১০
ভারতীয় বিমানবাহিনীর দুই বিমান বিধ্বস্ত, নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের উত্তর বেঙ্গালুরু শহরের ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটিতে দেশটির বিমানবাহিনীর সারইয়া কিরন এরোবেটিক গ্রুপের দুইটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন পাইলট নিহত ও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।


মঙ্গলবার সকাল ১১টা ৫০ মিনিটের দিকে ‘এরো ইন্ডিয়া প্রদর্শনী’ শুরুর মাত্র একদিন আগে প্রস্তুতিকালে এয়ারক্রাফট দুইটি বিধ্বস্ত হয়।


জানা যায়, দেশটিতে ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি পাঁচ দিনব্যাপী ‘এরো ইন্ডিয়া প্রদর্শনী’ শুরু হতে যাচ্ছে। আর এর প্রস্তুতি নিতে গিয়ে একদিন আগে বিমান দুইটি মাঝ আকাশে একে অপরের সাথে সংঘর্ষ লাগলে বিধ্বস্ত হয়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী।


এ ব্যাপারে ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, বিষয়টি সম্পর্কে আমি জানতে পেরেছি। তবে বিশদভাবে এখন কিছু বলতে পারবো না।


এই প্রদর্শনীতে কয়েক হাজার দর্শনার্থী হবে বলে আশা করা হচ্ছে। ১৯৯৬ সাল থেকে বেঙ্গালুরুতে এই প্রদর্শনী আয়োজন করা হয়। সর্বশেষ ২০১৭ সালের ফেব্রুয়ারিতে এটি আয়োজন হয়েছিল।


বিবার্তা/মাইকেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com