শিরোনাম
খাসোগি হত্যার সকল তথ্য প্রকাশ করা হয়নি : এরদোগান
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৯
খাসোগি হত্যার সকল তথ্য প্রকাশ করা হয়নি : এরদোগান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান বলেছেন, ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করার ব্যাপারে তাদের হাতে আসা সকল তথ্য দেশটি এখন পর্যন্ত প্রকাশ করেনি।


শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এ কথা বলেছেন।


এ-হাবের টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তুরস্কের রাষ্ট্র প্রধান বলেন, খাসোগিকে হত্যা করার ব্যাপারে আমাদের হাতে আসা সকল তথ্য আমরা প্রকাশ করিনি।


মামলাটি বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে এরদোগান বলেন, আঙ্কারা আন্তর্জাতিক আদালতে মামলাটি তুলতে বদ্ধপরিকর।


কয়েক সপ্তাহ ধরে অস্বীকার করার পর সৌদি আরব স্বীকার করে যে, তুর্কি নারী হ্যাটিস সেনগিজকে বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে ওই কনস্যুলেটে প্রবেশের পর গত ২ অক্টোবর খাসোগিকে হত্যা করা হয়। তুরস্ক জানায়, সৌদি আরবের ১৫ সদস্য বিশিষ্ট একটি দল খাসোগিকে হত্যা করে।


রিয়াদ এ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সৌদি আরবের বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাকে গ্রেফতার করেছে।


ওয়াশিংটন পোস্টের কলাম লেখক খাসোগি সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের একজন কট্টর সমালোচক ছিলেন। তবে সালমান এ হত্যার ঘটনায় তার কোনোভাবে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।


বিবার্তা/মাইকেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com