শিরোনাম
বিশ্বব্যাংকের সম্ভাব্য প্রার্থীর তালিকায় নিকি ও ইভাঙ্কা
প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৯, ১৬:০৫
বিশ্বব্যাংকের সম্ভাব্য প্রার্থীর তালিকায় নিকি ও ইভাঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বব্যাংকের বিদায়ী প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের স্থলে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রার্থীর তালিকায় জাতিসংঘের সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ও উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্পের নাম রয়েছে।


কিম সোমবার আকস্মিকভাবে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। তার দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার তিন বছরের বেশি সময় আগে তিনি এমন ঘোষণা দিলেন।


যুক্তরাজ্যের দৈনিক ফিনান্সিয়াল টাইমসে শুক্রবারের এক খবরে বলা হয়, ইভাঙ্কা ট্রাম্প ও নিকি হ্যালির পাশাপাশি এ পদের নামের তালিকায় আরো অনেকের নাম আসছে। এদের মধ্যে ট্রেজারি আন্ডারসেক্রেটারি ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডেভিড মালপাস ও যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রধান মার্ক গ্রীন রয়েছেন।
এদিকে গত মাসে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের পদ থেকে নিকি হ্যালি পদত্যাগ করেছেন।


শুক্রবার মার্কিন অর্থ বিভাগ বার্তাসংস্থা এএফপিকে জানায়, সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারে তাদের কোনো মন্তব্য নেই।


এক মুখপাত্র বলেন, অর্থ বিভাগ বিশ্বব্যাকের এ পদের জন্য উল্লেখযোগ্য সংখ্যক নামের সুপারিশ হাতে পেয়েছে। মার্কিন মনোনয়নের জন্য আমরা অভ্যন্তরীণ পর্যালোচনা প্রক্রিয়ার কাজ শুরু করেছি। আমরা বিশ্বব্যাংকের নতুন নেতা নির্ধারণ করতে গভর্নরদের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।


এদিকে বিশ্বব্যাংক বোর্ড বৃহস্পতিবার জানায়, আগামী মাসের গোড়ার দিকে নতুন নেতা নির্বাচনের জন্য তারা মনোনয়নের কাজ শুরু এবং মধ্য-এপ্রিল নাগাদ কাউকে কিমের স্থলাভিষিক্ত করবে। সূত্র: এএফপি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com