শিরোনাম
৩০ ঘণ্টা পর ধ্বংসস্তুপ থেকে ১০ মাসের শিশু উদ্ধার
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৯, ১৬:০৩
৩০ ঘণ্টা পর ধ্বংসস্তুপ থেকে ১০ মাসের শিশু উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাশিয়ার উদ্ধারকর্মীরা দেশটির একটি ধসে পড়া অ্যাপার্টমেন্ট ভবন থেকে ৩০ ঘণ্টা পর মঙ্গলবার এক নবজাতক শিশুকে জীবিত উদ্ধার করেছে। ছেলে শিশুটি হিমাঙ্কের নিচে তামপাত্রার মধ্যে পুরো একটি রাত কাটায়।


গ্যাস বিস্ফোরণে ওই ভবন ধসে পড়ে অন্তত নয়জন মারা গেছে। এই ঘটনায় ভবনটির আরো বেশ কয়েকজন বাসিন্দা এখনো নিখোঁজ রয়েছে।


কর্তৃপক্ষ জানায়, ১০ মাস বয়সী শিশুটির নাম ইভান ফোকিনে। শিশুটিকে হাসপাতালে চিকিৎসাধীন তার মায়ের কাছে নিয়ে যাওয়া হয়েছে।


রাশিয়ার জরুরি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নববর্ষের অলৌকিকতা প্রকাশ পেয়েছে!


মস্কো থেকে ১ হাজার ৭শ’ কিলোমিটার পূর্বে মাগনিতোগোরস্ক শিল্প নগরীতে এই মর্মান্তিক ভবনধসের ঘটনাটি ঘটে।


দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শিশুটিকে ‘অত্যন্ত গুরুতর’ অবস্থায় মস্কোর একটি হাসপাতালে পাঠানো হয়েছে। প্রচণ্ড ঠাণ্ডায় তার শরীরে অঙ্গগুলো প্রায় অবশ হয়ে গেছে, সে মাথায় ও পায়ে একাধিক স্থানে আঘাত পেয়েছে। তাকে বিশেষ চিকিৎসার জন্য মস্কোর একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


গ্যাস বিস্ফোরণে এই ভবনে ধসে এখনো পর্যন্ত নয়জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরো ৩২ জন। গ্যাস সংযোগের ছিদ্র থেকে এ বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণে ভবনের একাংশ ধসে যায়। ভবনটিতে ৪৮টি অ্যাপার্টমেন্টে বাসিন্দার সংখ্যা ১২০।


মাগনিতোগোস্ক শহরটি পার্বত্য অঞ্চলে অবস্থিত। দিনের বেলাতেই এই শহরে মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে।


চেলিয়াবিনস্কের আঞ্চলিক গভর্নর বোরিস দুব্রোভস্কি বলেন, উদ্ধারকর্মীরা শিশুটির কান্নার আওয়াজ শুনতে পান। শিশুটি একটি দোলনায় কম্বলে মোড়ানো ছিল। সূত্র: এএফপি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com