শিরোনাম
ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিখোঁজ ৪১
প্রকাশ : ০১ জানুয়ারি ২০১৯, ১৪:৫৬
ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিখোঁজ ৪১
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের সুকা বুমি জেলায় সোমবার ভয়াবহ ভূমিধসের ঘটনায় দুইজন নিহত ও ৪১ গ্রামবাসী নিখোঁজ রয়েছে।


দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা মঙ্গলবার একথা জানান।


জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো বলেন, এ প্রাকৃতিক দুর্যোগে সিনারেসমি গ্রামের ৩৪টি বাড়ি সম্পূর্ণভাবে চাপা পড়েছে। সেখানে গ্রামবাসীর সহযোগিতায় দুর্যোগ মোকাবেলা সংস্থার কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।


সুতোপো আরো বলেন, এই ভূমিধসের ঘটনায় ইতোমধ্যে ৬১ জনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।


এর আগে এই ভূমিধসে আটজনের প্রাণহানির কথা বলা হলেও পরে দু’জনের নিহত হওয়ার কথা বলা হয়। এছাড়া এতে আরো দুইজন আহত হয়েছে।


সুতোপো বলেছেন, এবড়োখেবড়ো পাথুরে রাস্তা ও বৃষ্টি উদ্ধার অভিযান কঠিন করে তুলেছে। চাপা পড়া জীবিতদের খুঁজতে ভারি যন্ত্রপাতির দরকার। সূত্র: সিনহুয়া ও রয়টার্স


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com