শিরোনাম
লিবিয়া উপকূলে ২৮ শরণার্থীর লাশ উদ্ধার
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৬, ১২:৪৬
লিবিয়া উপকূলে ২৮ শরণার্থীর লাশ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

লিবিয়া উপকূলের কাছে ইউরোপগামী ২৮ শরণার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ২২ জনকে একটি ছোট কাঠের নৌকায় পাওয়া যায়। মঙ্গলবার এএফপি’র একজন আলোকচিত্রী ও ইতালির কোস্টগার্ড একথা জানান।



ওই আলোকচিত্রী জানান, বেশিরভাগ শরণার্থী শ্বাসকষ্টে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, তিনস্তরবিশিষ্ট নৌকায় প্রায় এক হাজার লোক গাদাগাদি করে ছিল। তিনি সেখানে ২২টি মৃতদেহ দেখতে পান। তবে নৌকার খোলের ভেতর আরো লাশ থাকতে পারে বলে তিনি জানান।



ইতালির কোস্টগার্ড জানায়, মঙ্গলবার সমুদ্রে ৩৩ দফা অভিযানে ২৮ শরণার্থীর লাশ উদ্ধার পাওয়া গেছে। এছাড়া চার হাজার ৬৫৫ শরণার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে। লিবিয়ার উত্তরে আন্তর্জাতিক জলসীমায় উদ্ধার তৎপরতায় সমন্বয় করছে ইতালির কোস্টগার্ড।



এএফপি’র ওই আলোকচিত্রী জানান, মঙ্গলবার দিন শেষে ইতালির নৌবাহিনী জীবিত উদ্ধার হওয়া শরণার্থীদের নিরাপদ স্থানে নিয়ে আসার চেষ্টা করছিল।



এদিকে সোমবারও লিবীয় উপকূল থেকে ছয় হাজারের বেশি শরণার্থীকে উদ্ধার করা হয়েছিল। তাদের অধিকাংশই ছিল আফ্রিকান। তারা রাবারের ডিঙ্গিতে চড়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিল। উদ্ধার অভিযানে এক অন্তঃস্বত্তা নারীসহ নয়জনের লাশ পাওয়া যায়।



বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com