শিরোনাম
এবার সুচির সম্মাননা প্রত্যাহার করছে দক্ষিণ কোরীয় সংস্থা
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১৮, ১২:০২
এবার সুচির সম্মাননা প্রত্যাহার করছে দক্ষিণ কোরীয় সংস্থা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণ কোরিয়ার অন্যতম মানবাধিকার সংগঠন মেমোরিয়াল ফাউন্ডেশন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচিকে দেয়া পুরস্কার প্রত্যাহার করে নেবে।


সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে অমানবিক নির্যাতনের ব্যাপারে তার উদাসীনতার কারণে তারা এটি তুলে নিচ্ছে। মঙ্গলবার আয়োজকরা একথা জানান।


সামরিক জান্তার হাতে গৃহবন্দি থাকায় সুচি ২০০৪ সালে গোয়াংঝু মানবাধিকার পুরস্কার গ্রহণ করতে পারেননি। তার দল মিয়ানমারের ক্ষমতা গ্রহণের পর শান্তিতে নোবেল জয়ী এ নেত্রী স্টেট কাউন্সিলরের উপাধি পান।


কিন্তু রোহিঙ্গাদের ওপর চরম নৃশংসতা চলাকালে গণতন্ত্রের পক্ষের এক সময়ের সদা সোচ্চার থাকা এ নেত্রী একেবারে উদাসীন থাকায় তাকে জোরালোভাবে অভিযুক্ত করা হচ্ছে।


জাতিসংঘ সতর্ক করে বলেছে, মুসলিম সংখ্যালঘুদের লক্ষ্য করে চালানো গণহত্যা এখনো অব্যাহত রয়েছে।


মেমোরিয়েল ফাউন্ডেশনের মুখপাত্র চো জিন-তায়ে এএফপিকে বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতার ব্যাপারে সুচির উদাসীনতা এ পুরস্কারের মূল্যবোধ পরিপন্থী। এর ফলে ফাউন্ডেশনের বোর্ড সোমবার সুচির এ পুরস্কার প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। সূত্র: এএফপি


বিবার্তা/জাকিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com