শিরোনাম
ফ্রান্সে বন্দুকধারীর গুলিতে নিহত ৪, আহত ১২
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৮, ১০:১২
ফ্রান্সে বন্দুকধারীর গুলিতে নিহত ৪, আহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর স্ট্রাসবুর্গে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত ও আরো ১২ জন আহত হয়েছে। শহরের কেন্দ্রীয় স্কয়ারের একটি ক্রিসমাস মার্কেটের কাছে মঙ্গলবার এ ঘটনা ঘটে।


ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার কাস্টনার বলেছেন, বন্দুকধারী নিরাপত্তা বাহিনীর কাছে পরিচিত। তাকে আগেই বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছিল। সে পালিয়ে গেছে এবং তাকে ধরতে পুলিশ তল্লাশি চালিয়ে যাচ্ছে। এর আগে সে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দুইবার মুখোমুখি হয়েছে।


তবে বন্দুকধারী কেন হামলা চালিয়েছে সে সম্পর্কে এখনো পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। এ ঘটনায় কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা তদন্ত শুরু করেছে।


পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশংকাজনক। বাকী ছয়জন সামান্য আঘাত পেয়েছেন।


বন্ধুকধারীর খোঁজে তল্লাশি চলছে বলে দেশটির নিউডর্ফ ও এলিয়ট পার্কের বাসিন্দাদের কোথাও বের হতে নিষেধ করা হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে ইউরোপিয়ান পার্লামেন্ট বন্ধ করা হয়েছে।


স্থানীয় এক দোকানদার বিএফএম টিভিকে বলেছেন, গুলির শব্দ শোনা গেছে আর মানুষ ছোটাছুটি করেছে। প্রায় ১০ মিনিট গুলি চলেছে।


পুলিশ বলেছে, ২৯ বছর বয়সী এ সন্দেহভাজনের জ্ন্ম স্ট্রাসবুর্গে এবং সম্ভাব্য সন্ত্রাসী হামলার হুমকির কারণে সে নিরাপত্তা বাহিনীর কাছে পরিচিত। সূত্র: বিবিসি ও রয়টার্স


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com