শিরোনাম
নিউ ক্যালেডোনিয়ায় ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সর্তকতা
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১৮, ১৩:৫৩
নিউ ক্যালেডোনিয়ায় ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামির সর্তকতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফ্রান্সের অধীনস্ত দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ নিউ ক্যালেডোনিয়ায় ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়।


বুধবার গ্রিনিচ মান সময় ৪টা ১৮মিনিটে এটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একথা জানায়।


প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) জানিয়েছে, নিউ ক্যালেডোনিয়ার অন্তর্গত লয়ালিটি দ্বীপপুঞ্জের ১৫৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে সাগরের তলদেশের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পকটির উৎপত্তি।


দ্বীপপুঞ্জটি প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ারে অবস্থিত। দ্বীপটিতে দুই লাখ ৭০ হাজার মানুষের বাস।


ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পের পর সিরিজ পারঘাত আঘাত হেনেছে। এর মধ্যে দুটি ছিল৫.৯ মাত্রার।


নিউ ক্যালেডোনিয়ার কর্তৃপক্ষ লোকজনকে উপকূল থেকে ৩০০ মিটার ভিতরে চলে যেতে ও সম্ভব হলে ১২ মিটার উঁচু স্থানে অবস্থান করার নির্দেশনা দিয়েছে। উপকূলীয় এলাকায় সুনামির ঢেউ স্বাভাবিক জোয়ারের ঢেউয়ের চেয়ে এক থেকে তিন মিটার উঁচু হতে পারে।


এর আগে রবিবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। সূত্র: এএফপি ও বিবিসি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com