শিরোনাম
খাশোগি হত্যায় যুবরাজ জড়িত: মার্কিন সিনেটর
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১৮, ১৩:৩২
খাশোগি হত্যায় যুবরাজ জড়িত: মার্কিন সিনেটর
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ জড়িত বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের এক সিনেট। তিনি বলেছেন, সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান একজন খেপাটে লোক।


লিন্ডসে গ্রাহাম নামের ওই সিনেটর বুধবার বলেন, যুবরাজ হলেন একজন বিধ্বংসী মানুষ। আমি মনে করি, সাংবাদিক খাশোগি হত্যাকাণ্ডে তার জড়িত থাকার আশঙ্কা সর্বোচ্চ।


ওয়াশিংটন পোস্টের ওই সাংবাদিক হত্যাকাণ্ডের সময় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান গিনা হ্যাসপেলের ব্রিফিংয়ের সময় তিনি এসব কথা বলেন।


গ্রাহাম বলেন, মোহাম্মদ বিন সালমান ও সৌদি আরব-আলাদা দুটি অস্তিত্ব। যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে যুবরাজ কাজ করতে পারবেন না।


সিনেটর বলেন, আমি মনে করি, তার সঙ্গে কাজ করা খুবই কঠিন। কারণ তিনি একজন খেপাটে লোক। সম্পর্ককে তিনি ঝুঁকিতে ফেলে দিয়েছেন।


গ্রাহাম বলেন, যুবরাজ যতদিন পর্যন্ত সৌদি আরবের শাসন ক্ষমতায় থাকবেন, ততদিন পর্যন্ত দেশটির কাছে অস্ত্র বিক্রি আমি সমর্থন করছি না। ইয়েমেন যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।


গিনা হ্যাসপেলের ব্রিফে সব মিলিয়ে আটজন সিনেটর কথা বলেন। এর মধ্যে সিনেটর বব কোরকার বলেন, তিনি মনে করেন মোহাম্মদ বিন সালমান এ হত্যাকাণ্ডে জড়িত। তাকে যদি বিচারকের সামনে হাজির করা হয়, তবে আধঘণ্টার মধ্যে তিনি দোষী সাব্যস্ত হবেন।


পাশ্চাত্যে এমবিএস নামে পরিচিত মোহাম্মদ বিন সালমানকে নিয়ে তিনি বলেন, যুবরাজ যে হত্যাকাণ্ডে জড়িত, তাতে কোনো সন্দেহ নেই।


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com