শিরোনাম
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচডাব্লিউ বুশ আর নেই
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১৮, ১১:১৩
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচডাব্লিউ বুশ আর নেই
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচডাব্লিউ বুশ আর নেই। তার ছেলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ এ কথা জানিয়েছেন।


পরিবারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, জর্জ বুশ সিনিয়র নামে পরিচিত সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট শুক্রবার সন্ধ্যায় মারা গেছেন।


তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট ছিলেন। ১৯৮৯ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তার ছেলে জর্জ বুশ দেশটির ৪৩তম প্রেসিডেন্ট ছিলেন।


সিনিয়র বুশ বেশ কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন। বেশ আগে থেকেই পার্কিনসনস রোগে ভুগছিলেন। শ্বাসতন্ত্রের জটিলতায় সাম্প্রতিক বছরগুলোকে তাকে বেশ কয়েক দফা হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এ বছর এপ্রিলে তার স্ত্রী বারবারা বুশ মারা যান।


দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধবিমানের পাইলট সিনিয়র বুশ। তিনি ১৯৬৪ সালে রিপাবলিকান পার্টিতে যোগ দেয়ার আগে ছিলেন টেক্সাসের একজন তেল ব্যবসায়ী।


১৮৩৬ সালের পর মার্কিন ইতিহাসে দায়িত্ব পালনরত ভাইস প্রেসিডেন্ট হিসেবে বুশই প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনিই একমাত্র সাবেক মার্কিন প্রেসিডেন্ট যার ছেলে জর্জ ডব্লিউ বুশ দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার আরেক ছেলে জেব বুশ ফ্লোরিডার সাবেক গভর্নর এবং ২০১৬ সালে রিপাবলিকান দলের মনোনয়নপ্রার্থী ছিলেন।


বৈদেশিক নীতির ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছিলেন সিনিয়র বুশ। রুশ-মার্কিন শীতল যুদ্ধের শেষ সময়ে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেন তিনি। তার শাসনামলেই প্রথম উপসাগরীয় যুদ্ধ হয়। ওই যুদ্ধে কুয়েত থেকে ইরাকি সেনাদের হটিয়ে দেয় মার্কিন সেনাবাহিনী, তবে তারা ইরাকে অভিযান চালায়নি। তার নির্দেশেই পানামা দখল করে যুক্তরাষ্ট্র। সূত্র: বিবিসি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com