শিরোনাম
এফবিআইয়ের হয়ে ই-মেইল নজরদারিতে ইয়াহু
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৬, ১১:৫৭
এফবিআইয়ের হয়ে ই-মেইল নজরদারিতে ইয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের হয়ে লাখো ব্যবহারকারীর ই-মেইল অ্যাকাউন্টে গোপনে নজরদারি চালিয়েছে ইয়াহু। নজরদারি চালানোর জন্য গত বছর একটি বিশেষ সফটওয়্যারও তৈরি করেছিল ইয়াহু। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিবিসিরি অনলাইন ভার্সনে এ খবর জানানো হয়।


এদিকে প্রযুক্তিবিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানটি রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর এক বিবৃতিতে বলেছে, ইয়াহু আইন মেনে চলা প্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রে প্রচলিত সব আইন মেনে চলে।


এর আগে দুই সপ্তাহ আগে ইয়াহু জানিয়েছিল, হ্যাকাররা তাদের অনেক ব্যবহারকারীর তথ্য চুরি করে নিয়ে গেছে। এরপরই রয়টার্স এ খবর প্রকাশ করলো।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নজরদারি করতে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) বা এফবিআই ইয়াহুকে অনুরোধ করেছিল। তিনটি সূত্র থেকে এ তথ্য পাওয়া যায়, যার মধ্যে দুইজন সাবেক ইয়াহু কর্মচারী ছিলেন বলে জানায় রয়টার্স।


নজরদারি চালানোর জন্য গত বছর একটি বিশেষ সফটওয়্যারও তৈরি করেছিল ইয়াহু।


সংবাদ সংস্থাটি জানায়, সফটওয়্যারটি সকল অন্তর্মুখী ই-মেইল নজরদারি চালাতো। তবে কি ধরনের তথ্য পাঠানো হয়েছে তা ধরতে অক্ষম ছিল এটি।


মার্কিন আইন অনুযায়ী, সন্ত্রাসী হামলাসহ যেকোনো ধরনের সহিংসতা ঠেকাতে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্ন কোম্পানির গ্রাহকদের তথ্য জানতে পারবে। সূত্র: বিবিসি


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com