শিরোনাম
সরকারি কাজে ব্যক্তিগত ইমেইল ব্যবহার ইভাঙ্কার
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৮, ১২:২০
সরকারি কাজে ব্যক্তিগত ইমেইল ব্যবহার ইভাঙ্কার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ও সিনিয়র উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প কেন্দ্রীয় নথি সংরক্ষণ আইন লংঘন করে সরকারি কাজে ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করেছেন। সোমবার ওয়াশিংটন পোস্টের খবরে এ কথা বলা হয়।


অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, ইমেইল পর্যালোচনাকালে হোয়াইট হাউস কর্মকর্তারা এ কথা জানতে পারেন।


এ বিষয়ে জনতে চাওয়া হলে ট্রাম্প কন্যা বলেন, বিস্তারিত আইন সম্পর্কে তার অজ্ঞানতাই এর কারণ।


ইভাঙ্কার আইনজীবীরা বলছেন, নিয়ম-কানুন সম্পর্কে তিনি বিস্তারিত সব জানার আগে ব্যক্তিগত ইমেইল ব্যবহার করেছেন। তবে তিনি এ বিষয়ে জানার সাথে সাথেই রাষ্ট্রীয় কাজে ব্যক্তিগত ই-মেইল ব্যবহার বন্ধ করেন।


ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইভাঙ্কার পাঠানো বেশিরভাগ ইমেইলেই ব্যক্তিগত ও দৈনন্দিন সাধারণ বিষয়াদি থাকলেও কোনো কোনোটি কেন্দ্রীয় নথি সংরক্ষণ আইন লংঘন করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।


পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে সরকারি কাজে ব্যক্তিগত একাউন্ট ব্যবহারের জন্যে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনকালে হিলারি ক্লিনটনের তীব্র সমালোচনা করেন ট্রাম্প।


নির্বাচনের মাত্র ১১ দিন আগে হিলারির ব্যক্তিগত ইমেইল ব্যবহারের বিষয়টি পুনরায় তদন্তের ঘোষণা দেনতৎকালীন এফবিআই পরিচালক জেমস কোমি। ধারণা করা হচ্ছে এতে দেশটির নির্বাচনের ফলাফল উল্টে যায়। হিলারিকে এর জন্যে চরম মূল্য দিতে হয়েছিল। সূত্র: এএফপি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com