শিরোনাম
কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫০
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৮, ১০:৪০
কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫০
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত ও ৮০ জন আহত হয়েছে।


আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানীশ বলেন, কাবুল বিমানবন্দরের কাছে ইউরেনাস ওয়েডিং হলে মঙ্গলবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই হামলা চালানে হয়।


এক টিভির খবরে বলা হয়েছে, এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ আহতদের ২৪ জনের অবস্থা গুরুতর।


সম্প্রতি কয়েকমাসে কাবুলে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা। তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও তালেবান দেশটিতে এ ধরনের হামলা চালিয়ে থাকে। তবে তালেবান এই হামলার সাথে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে।


কাবুল পুলিশের মুখপাত্র বশির মুজাহিদ বলেন, ইউরেনাস ওয়েডিং হলে আয়োজিত ওই উৎসবে বিস্ফোরণের সময় অন্তত ১ হাজার মানুষ উপস্থিত ছিল। আত্মঘাতী হামলাকারী ওই উৎসবে সমবেত মানুষের একেবারে মাঝে গিয়ে বোমার বিস্ফোরণ ঘটায়।


অনুষ্ঠানে উপস্থিত ধর্মীয় শিক্ষক মোহাম্মদ হানিফ বলেন, বিকট শব্দে সেখানে বিস্ফোরণ ঘটে এবং লোকজন সাহায্যের জন্য চিৎকার করছিল।


ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, সেখানে রক্তেভেজা কাপড়, ভাঙা কাঁচের টুকরা ও চেয়ার পড়ে রয়েছে।


আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি এ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। বুধবার জাতীয় শোক দিবস পালনের ঘোষণা দিয়েছেন তিনি। এদিন দেশের পতাকা অর্ধনমিত রাখা হবে। সূত্র: বিবিসি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com