শিরোনাম
আফরিনে তুর্কিপন্থী বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে নিহত ২৫
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৮, ১২:০৫
আফরিনে তুর্কিপন্থী বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে নিহত ২৫
ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আফরিন শহরে তুর্কি সমর্থিত বিদ্রোহীদের দু’টি গ্রুপের মধ্যে সংঘর্ষে ২৫ জন নিহত হয়েছে। ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে।


তুরস্কের সৈন্য ও তাদের সমর্থিত বিদ্রোহী গ্রুপগুলো দুই মাস ধরে ব্যাপক অভিযান চালিয়ে গত মার্চ মাসে কুর্দি বাহিনীর কাছ থেকে আফরিন দখল করে।


পর্যবেক্ষণ সংস্থাটি জানায়, শনিবার কয়েকটি জেলায় দুই পক্ষের মধ্যে লড়াইয়ে ২৫ জন প্রাণ হারিয়েছে।


সংস্থাটির প্রধান রামি আব্দুল রহমান বলেন, বিদ্রোহীদের আফরিন দখলে পর থেকে এই প্রথম সেখানে বড় ধরনের লড়াই হলো। এই সংঘর্ষের ফলে সেখানে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তুরস্কের ট্যাঙ্কগুলো নগরীর রাস্তায় টহল দিচ্ছে।


সংস্থা জানায়, এ শহরে মোতায়েন করা তুর্কি সৈন্যরা সেখানে রক্তপাত এড়াতে শনিবার সন্ধ্যা থেকে কারফিউ জারি করেছে।


তুর্কি সৈন্য ও আঙ্কারা আরবপন্থী বিদ্রোহীরা যখন কুর্দিশ পিপল’স প্রোটেকশন ইউনিটসের (ওয়াইপিজে) কাছ থেকে আফরিনের দখল নিয়েছে তখন থেকেই সেখানে সহিংসতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে বলে প্রমাণ পেয়েছে জাতিসংঘ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার সংস্থাগুলো।


জাতিসংঘের তদন্ত বিষয়ক কমিশন এক রিপোর্টে জানিয়েছে, আফরিন শহরের তিন লাখ ২০ হাজার বাসিন্দার মধ্যে অর্ধেকই শহর ছেড়ে চলে গেছে এবং বেশির ভাগই আর ফিরতে পারেনি। সূত্র: এএফপি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com