শিরোনাম
প্রকৃত নেতা অবস্থা বুঝে অবস্থান বদলান: ইমরান খান
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৮, ১৬:৩১
প্রকৃত নেতা অবস্থা বুঝে অবস্থান বদলান: ইমরান খান
ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, জাতির একজন প্রকৃত নেতা সময় ও অবস্থা বুঝে নিজের অবস্থান পরিবর্তন করেন। যেসব নেতা সময়মতো নিজের অবস্থান থেকে সরে না আসেন তারা কখনই প্রকৃত নেতা নন।


দেশটির বিরোধীদলের নেতাদের অভিযোগ, ইমরান খান বারবার নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং জাতিকে দেওয়া প্রতিশ্রুতি থেকে তিনি সরে এসেছেন। শনিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি ওই অভিযোগ প্রসঙ্গে এসব কথা বলেন।


এক্ষেত্রে জার্মান নেতা অ্যাডলফ হিটলার ও ফ্রান্সের নেপালিয়ন বোনাপার্টের উদাহরণ টেনে ইমরান খান বলেন, ‘রাশিয়া যুদ্ধে হিটলার ও নেপোলিয়ন-উভয়ই পরাজিত হয়েছিলেন। কারণ তারা পরিস্থিতি বুঝে তাদের কলাকৌশল পরিবর্তন করেননি। ফলশ্রুতিতে তাদের সেনা সদস্যদের ভাগ্যে জুটেছিল নির্জন দ্বীপে কারাবাস।’


সাবেক এই ক্রিকেটার বলেন, ‘হিটলার ও নেপোলিয়ন রাশিয়ায় পরাজিত হয়েছিলেন, কারণ তারা পরিস্থিতি বুঝে তাদের কলাকৌশল পরিবর্তন করতে সক্ষম হননি। নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের প্রয়োজনে এবং জাতির স্বার্থে নেতাদের উচিত সবসময় নিজের অবস্থান থেকে সরে আসার জন্য প্রস্তুত থাকা।'


ইমরান খানতে ইতিমধ্যে ‘পল্টিবাজের গুরু’ বলে খ্যাত বিরোধী দলের নেতাকর্মীদের কাছে। তার মধ্যে তার এই মন্তব্য সমালোচনার ঝড় তলে দিয়েছে।


পাকিস্তান পিপলস পার্টির জ্যেষ্ঠ নেতা সাইয়েদ খুরশিদ শাহ বলেছেন, ‘ইমরান খান নিজেকে পল্টিবাজ প্রমাণ করতে গিয়ে হিটলারের সঙ্গে নিজেকে তুলনা করেছেন। হিটলার একজন স্বৈরাচারী শাসক ছিলেন- ইমরান এই উদাহরণ টেনে প্রমাণ করেছেন যে, তিনি নিজেও একজন সৈরশাসক।'


সূত্র: ডন।


বিবার্তা/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com