শিরোনাম
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইইউ’র উদ্বেগ
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৮, ২০:২৭
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইইউ’র উদ্বেগ
জামান সরকার, ফিনল্যান্ড থেকে
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় পার্লামেন্ট। পাশাপাশি বাংলাদেশে গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী, অধিকারকর্মী ও রাজনৈতিক বিরোধীদের দমন করার অভিযোগ তুলে সমালোচনাও করা হয়েছে।


বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে এসব জানায় ইউরোপীয় পার্লামেন্ট।


বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে বিচারবহির্ভূত খুন, গুমের মতো ঘটনায় ইইউ উদ্বিগ্ন। সরকারকে এসব বিচারবহির্ভূত হত্যা, গুম এবং বিভিন্ন ক্ষেত্রে জোর প্রয়োগের মতো ঘটনার নিরপেক্ষ তদন্ত পরিচালনা করতে হবে।


বিবৃতির দ্বিতীয় পরিচ্ছেদে, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়াকে বাংলাদেশ সরকারের গঠনমূলক ও সঠিক সিদ্ধান্ত বলে উল্লেখ করে ইউরোপীয় পার্লামেন্ট।


রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, “যেহেতু নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছা প্রত্যাবাসনের শর্ত এখনও পূরণ হয়নি, সেহেতু অবিলম্বে বিষয়টি সুরাহা করতে দুই দেশকেই এগিয়ে আসতে হবে।”


বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে প্রয়োজনীয় আর্থিক ও অন্যান্য সহায়তা দিতে ইইউ ও অন্যান্য আন্তর্জাতিক দাতাদের কাছে পার্লামেন্ট মেম্বাররা বিবৃতির মাধ্যমে আহবান জানান।


বিবার্তা/জামান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com