শিরোনাম
ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৩১, নিখোঁজ ২০০
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৮, ১৩:৪৬
ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৩১, নিখোঁজ ২০০
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্মরণকালে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে এবং এখনো দুই শতাধিক লোক নিখোঁজ রয়েছে।


ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের বিউট কাউন্টির শেরিফ কোরি হোনেয়া রবিবার বলেন, আরো ছয়জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে।


তিনি আরো বলেন, পুড়ে যাওয়া একটি বাড়িতে পাঁচজনের লাশ পেয়েছেন কর্মকর্তারা এবং একটি গাড়িতে আরেকটি লাশ পাওয়া গেছে।


অঙ্গরাজ্যটির উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়া ক্যাম্প ফায়ার নামের দাবানলটি ইতোমধ্যেই ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী দাবানল গ্রিফিথ পার্ক দাবানলের সমান প্রাণঘাতী হয়েছে। লস অ্যাঞ্জেলসের গ্রিফিথ পার্কে ১৯৩৩ সালে এই দাবানল ছড়িয়ে পড়ে।



এদিকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে উলসি ফায়ার নামে ছড়িয়ে পড়া আরেকটি দাবানলে দুইজন মারা গেছে। এ দাবানলে মালিবুসহ সাগরতীরবর্তী কয়েকটি পর্যটন অবকাশ কেন্দ্রে হুমকির মুখে রয়েছে। অন্যতম।


অঙ্গরাজ্যটির তিনটি অংশে পৃথক তিনটি দাবানল থেকে বাঁচতে প্রায় আড়াই লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় সরে গেছে। সূত্র: বিবিসি ও এএফপি


বিবার্তা/জাকিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com