শিরোনাম
তেল ক্রেতাদের জন্য কঠিন দিন আসছে : ইরান
প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৮, ১৯:২৩
তেল ক্রেতাদের জন্য কঠিন দিন আসছে : ইরান
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে বলেছেন, তেল ক্রেতা দেশগুলোর জন্য কঠিন দিন আসছে। আমেরিকা কয়েকটি দেশকে ইরানের কাছ থেকে তেল কেনার অনুমতি দিলেও তা আন্তর্জাতিক তেল বাজারের চাহিদা মেটাতে সক্ষম হবে না।


ইরানের তেলমন্ত্রী গণমাধ্যমকে এ কথা বলেন।


তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা প্রথমে ইরানের তেল বিক্রি শূন্যে নামিয়ে আনার ঘোষণা দিলেও এখন তারা স্বীকার করছে যে তেলের আন্তর্জাতিক বাজার থেকে ইরানকে দূরে রাখা সম্ভব নয়।


জাঙ্গানে বলেন, আমেরিকা কয়েকটি দেশকে নিষেধাজ্ঞার বাইরে রাখলেও বাজারে যে ঘাটতি রয়েছে তা পূরণ হবে না। এ কারণে আগামী কয়েক মাসের মধ্যেই জ্বালানি তেলের সংকট দেখা দেবে এবং তেল ক্রেতা দেশগুলো কঠিন সমস্যায় পড়বে।


ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে ভোট পেতে নিজ দেশে কৃত্রিমভাবে তেলের দাম কমিয়ে রেখেছেন বলে উল্লেখ করে ইরানের তেলমন্ত্রী বলেন, বেশি দিন কৃত্রিম উপায়ে তেলের দাম কমিয়ে রাখা সম্ভব হবে না। কয়েক মাসের মধ্যেই তেলের দাম বেড়ে যাবে।


মার্কিন অর্থ মন্ত্রণালয় নিষেধাজ্ঞা সত্ত্বেও দক্ষিণ কোরিয়া, জাপান ও ইতালিসহ আটটি দেশকে ইরান থেকে তেল কেনার অনুমতি দিয়েছে।


গত সোমবার থেকে ইরানের তেল ও ব্যাংকিং খাতে দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা কার্যকর করে ট্রাম্প প্রশাসন। গত মে মাসে ট্রাম্প ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে অবৈধভাবে বেরিয়ে যাওয়ার পর ইরানের তেল বিক্রি শূন্যে নামিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন। তবে ট্রাম্পের ঘোষণাকে গুরুত্ব না দিয়ে অনেক দেশই ইরানের তেল কেনা অব্যাহত রাখার সিদ্ধান্ত জানিয়েছে। সূত্র : রেডিও তেহরান


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com