শিরোনাম
শ্রীলঙ্কান সংসদের স্থগিতাদেশ প্রত্যাহার
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৮, ১৮:৫৭
শ্রীলঙ্কান সংসদের স্থগিতাদেশ প্রত্যাহার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা সংসদ স্থগিত ঘোষণা করে যে আদেশ দিয়েছিলেন, বৃহস্পতিবার তা প্রত্যাহার করে নিয়েছেন এবং আগামী ৫ নভেম্বর অধিবেশন ডেকেছেন। দেশটির রাজনৈতিক সঙ্কট অবসানে পদক্ষেপ নিতে দেশী-বিদেশী প্রবল চাপের মুখে সিরিসেনা এ পদক্ষেপ নিলেন বলে মনে করা হচ্ছে।


রাজধানী কলম্বোয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় নবনিযুক্ত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে এ তথ্য প্রকাশ করেন। গত শুক্রবার দেশটির সংবিধান লঙ্ঘন করে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে বরখাস্ত এবং সাবেক প্রেসিডেন্ট রাজাপক্ষকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন প্রেসিডেন্ট সিরিসেনা।


অধিবেশন ডাকায় দেশটির ২২৫ আসনবিশিষ্ট সংসদের সদস্যরা রাজাপক্ষে ও বিক্রমাসিংহ - এ দু'জনের মধ্যে একজনকে বেছে নেয়ার সুযোগ পাবেন। সূত্র : আল জাজিরা


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com