শিরোনাম
ইন্দোনেশিয়ায় ১৮৮ আরোহী নিয়ে উড়োজাহাজ সাগরে বিধ্বস্ত
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৮, ১১:৫৯
ইন্দোনেশিয়ায় ১৮৮ আরোহী নিয়ে উড়োজাহাজ সাগরে বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইন্দোনেশিয়ার লায়ন এয়ারলাইন্সের ৭৩৭ উড়োজাহাজটি ১৮৮ জন যাত্রী নিয়ে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে সমুদ্রে বিধ্বস্ত হয়েছে।


উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে উড়োজাহাজটির কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সর্বশেষ দেখা যায়, এটি সমুদ্র পাড়ি দিচ্ছে।


তবে উড়োজাহাজে থাকা কেউ বেঁচে আছে কিনা, তা জানা যায়নি। ফ্লাইট জেটি ৬১০ নিয়মিত ফ্লাইট, যেটা রাজধানী জার্কাতা থেকে পেংকাল পিনাং যাতায়াত করে।


ফ্লাইট জেটি ৬১০ স্থানীয় সময় সোমবার সকাল ৬টা ২০ মিনিটে উড্ডয়ন করে। এটির পেংকাল পিনাং শহরের দেপাতি আমির বিমানবন্দরে এক ঘন্টা পর অবতরণ করার কথা ছিল। কিন্তু ১৩ মিনিট পর কর্তৃপক্ষ উড়োজাহাজটির সাথে যোগাযোগ হারিয়ে ফেলে।


পরিবহন মন্ত্রণালয়ের বেসামরিক বিমান পরিবহন দফতরের মহাপরিচালক সিঁধু রাহায়ু বলেন, উড়োজাহাজে ১৮৮ আরোহী ছিল। এদের মধ্যে ১৭৮ প্রাপ্ত বয়স্ক যাত্রী, তিন শিশু, দুই পাইলট ও পাঁচজন ক্রু রয়েছেন।



এক বিবৃতিতে তিনি বলেন, রাডার থেকে হারিয়ে যাওয়ার আগে ফ্লাইট জেটি ৬১০’কে বিমানবন্দরে ফিরে আসার অনুরোধ জাননো হয়েছিল।


ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান জানিয়েছেন, ওই উড়োজাহাজ থেকে ব্যক্তিগত ব্যবহার করা জিনিস সাগরে ভাসতে দেখা গেছে।


দেশটির সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান মুহাম্মদ সায়ুগি জানিয়েছেন, যেখানে উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ওই এলাকায় বিমানের সিটসহ বিভিন্ন টুকরো পাওয়া গেছে। আরোহীদের মধ্যে কেউ বেঁচে আছেন কি না, তা এখনো আমরা জানি না। সূত্র: বিবিসি ও এএফপি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com