শিরোনাম
জাহান্নামে যান: ওবামাকে দুতার্তে
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৬, ১০:০৫
জাহান্নামে যান: ওবামাকে দুতার্তে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে জাহান্নামে যান বলে তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা দিয়ে বিতর্কিত এ প্রেসিডেন্ট এমন মন্তব্য করলেন।



সম্প্রতি ক্ষেপণাস্ত্রসহ আরো নির্দিষ্ট কিছু অস্ত্র ফিলিপাইনের কাছে বিক্রি করতে অসম্মতি জানায় যুক্তরাষ্ট্র। সেকথা জানিয়ে দুতার্তে বলেন, এতে তার কিছু আসে যায় না। কারণ, এ অস্ত্র তিনি চীন এবং রাশিয়ার কাছ থেকেই পাবেন।



দুতার্তে বলেন, যদিও একথা শুনতে আপনার জঘন্য লাগতে পারে, কিন্তু দেশের অখণ্ডতা রক্ষা করা এবং জনগণের সুস্বাস্থ্য বজায় রাখার ব্যবস্থা করা আমার পবিত্র দায়িত্ব। যদি আপনি আমার কাছে অস্ত্র বিক্রি করতে না চান তবে আমি রাশিয়া ও চীনের কাছে যাব।’



তিনি আরো বলেন, আমি আমার জেনারেলদের রাশিয়া পাঠিয়েছি এবং রুশ সরকার বলেছে, উদ্বিগ্ন হবেন না। আপনার প্রয়োজনীয় সব কিছুই আমাদের কাছে আছে। আর চীন বলেছে, আসুন, চুক্তি সক্ষর করুন এবং সবকিছু পাঠিয়ে দেয়া হবে।



এবারই প্রথম নয়, এর আগেও ওবামাকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন দুতার্তে। গত মাসে লাওসে আসিয়ান সম্মেলনের ফাঁকে দুতার্তের সঙ্গে ওবামার আলোচনার কথা ছিল। কিন্তু তার আগেই দুতার্তে ওবামাকে ‘বেশ্যাপুত্র’ বলে গালি দিয়ে পরিস্থিতি জটিল করে তুললে বৈঠক বাতিল হয়।



গত জুলাইয়ে দায়িত্ব গ্রহণের পর দেশকে মাদকমুক্ত করতে প্রশাসনকে মাদক চোরাকারবারীদের দেখামাত্র গুলির অনুমতি দেন দুতার্তে। ফলে ফিলিপিন্সে বিচারবর্হিরভূত হত্যাকাণ্ড ব্যাপক হারে বেড়ে গেছে। এখন পর্যন্ত এ ধরনের হত্যাকাণ্ডে দেশটিতে অন্তত তিন হাজার মানুষ নিহত হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও বিভিন্ন মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। সূত্র: বিবিসি ও আলজাজিরা



বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com