শিরোনাম
ইয়েমেনে মৌসুমি ঝড়ে নিহত ১১
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৮, ১৫:৩৩
ইয়েমেনে মৌসুমি ঝড়ে নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইয়েমেনে পশ্চিমাঞ্চলের প্রদেশ মাহরায় মৌসুমি ঝড় ও বন্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। আর এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরো কমপক্ষে ২৫ জন। তাছাড়া এতে গৃহহীন হয়েছেন আরও প্রায় ৩৮০০ পরিবার।


স্থানীয় জরুরি ত্রাণ কমিটির সদস্য আজান আল কামেরি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে বলেন, শনিবার (২০ অক্টোবর) প্রদেশটির রাজধানী আল ঘায়জার বিভিন্ন স্থানে বন্যার পানিতে ভেসে থাকা ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দল এখনো নিখোঁজ ২৫ জনের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।


উল্লেখ্য, চলতি মাসের শুরুতে আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় লুবান ওমান উপকূল অতিক্রম করার পর রবিবার (১৪ অক্টোবর) থেকে দেশটিতে এই ঝড় শুরু হয়। ২০১৫ সালের পর থেকে এ নিয়ে পঞ্চমবারের মতো মৌসুমি ঝড়ে বিধ্বস্ত হলো দেশটি।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com