শিরোনাম
শিশুসহ ৬ নারী বন্দীকে মুক্তি দিল আইএস
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৮, ২২:১৮
শিশুসহ ৬ নারী বন্দীকে মুক্তি দিল আইএস
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিয়ায় মুক্তিপণ এবং বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে দেশটির ২৭ ড্রুজ জিম্মির মধ্য থেকে শিশুসহ অন্তত ছয় নারীকে মুক্তি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। চলতি বছরের জুলাইয়ে দেশটির সুইদা প্রদেশে ভয়াবহ এক হামলা চলাকালীন তাদের জিম্মি করে নিয়ে যায় আইএস। শনিবার পর্যবেক্ষণ গ্রুপ এ তথ্য নিশ্চিত করেছে।


এ বিষয়ে মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপের পরিচালক রামি আবদুল রাহমান এএফপিকে বলেন, শুক্রবার স্থানীয় সময় রাতে সুইদা প্রদেশ থেকে দুই নারী ও চার শিশুকে মুক্তি দেয় আইএস।


সে সময় পর্যবেক্ষণ গ্রুপের এ পরিচালক আরো উল্লেখ করেন, ‘ইসলামিক স্টেট আইএস একসঙ্গে ৬০ কারাবন্দির মুক্তি এবং ২ কোটি ৭০ লাখ ডলারের মুক্তিপণের বিনিময়ে সকল ড্রুজ জিম্মিকে মুক্তি দিতে সিরীয় সরকারের সঙ্গে করা একটি চুক্তির অংশ হিসেবে প্রথম ধাপে তাদের মুক্তি দেয়।’


উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে সিরিয়ার ড্রুজ কমিউনিটির লোকজনের ওপর করা ভয়াবহ হামলা চলাকালীন সুইদা থেকে অন্তত ৩০ জনকে অপহরণ করে নিয়ে যায় এ জিহাদি জঙ্গি সংগঠনটি। আর তাদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com