শিরোনাম
হাইতিতে হারিকেন ম্যাথিউয়ের আঘাতে নিহত ৫
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৬, ০৯:০৯
হাইতিতে হারিকেন ম্যাথিউয়ের আঘাতে নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

শক্তিশালী হারিকেন ম্যাথিউয়ের আঘাতে হাইতিতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন হাইতিয়ান এবং বাকি চারজন পার্শ্ববর্তী ডোমিনিকান রিপাবলিকের। এছাড়া মঙ্গলবার বয়ে যাওয়া এ দুর্যোগে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।



ক্যারিবীয় অঞ্চলে গত এক দশকের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী হারিকেন। ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টিপাত নিয়ে হারিকেনটি হাইতিতে আঘাত হানে। চার মাত্রার ওই হারিকেনটি হাইতির পশ্চিমাঞ্চল অতিক্রম করে কিউবার পূর্বাঞ্চলে গিয়ে পৌঁছায়।



হারিকেনে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত নয়। তবে অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে, ঝড়ে উপড়ে পড়া গাছের কারণে অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে এবং অনেক জায়গায় ভূমিধ্বসের খবর পাওয়া যাচ্ছে। এসব ক্ষয়ক্ষতি হয়েছে মূলত হাইতির পশ্চিমাঞ্চলে।



কর্মকর্তারা বলেন, ঝড়ে একটি সেতু ভেঙ্গে গিয়ে দেশটির দক্ষিণ উপকূলের সাথে দেশের বাকি অংশের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।



দক্ষিণাঞ্চলের লে কায়েস শহরের ডেপুটি মেয়র জানান, সেখানকার ৭০ হাজার মানুষ বন্যার কবলে পড়েছে এবং ঝড়ে অনেক বাড়ির ছাদ উড়ে গেছে।



সেখান থেকে পাওয়া কিছু ছবিতে দেখা যায়, লোকজন কাঁধ সমান উঁচু পানির মধ্যে চলাফেরা করছে। ত্রাণকর্মীদের ভাষ্যমতে, উপকূলীয় অন্যান্য শহরও পানিতে তলিয়ে গেছে।



রাজধানীর সরকারি আশ্রয়কেন্দ্রগুলো প্রায় ভরে গেছে এবং কর্তৃপক্ষ থেকে খাদ্য এবং পানির সাহায্য চেয়ে আবেদন করা হয়েছে। হারিকেন ম্যাথিউর কারণে দেশটিতে ১০২ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।



বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে হাইতি অন্যতম। দেশটির এক কোটি ১০ লাখ মানুষের একটি বড় অংশ বন্যাপ্রবণ এলাকায় বাস করে। সূত্র: বিবিসি



বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com