শিরোনাম
আরো ২৫ বছর চালু থাকবে গুয়ানতানামো কারাগার
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৮, ১৩:৫৩
আরো ২৫ বছর চালু থাকবে গুয়ানতানামো কারাগার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা গুয়ানতানামো বে কারাগার বন্ধের অঙ্গীকার করেছিলেন। কিন্তু কারাগারটির দায়িত্বে থাকা শীর্ষ কর্মকর্তা বলেছেন, এটি অন্তত আরো ২৫ বছর চালু থাকবে।


বারাক ওবামা ২০০৯ সালে কারাগারটি বন্ধের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু চলতি বছর জানুয়ারি মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরির সিদ্ধান্তের বিপরীতে নির্বাহী আদেশ জারি করেন।


এ প্রেক্ষাপটে গুয়ানতানামোর জয়েন্ট টাস্ক ফোর্সের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল জন রিং মঙ্গলবার বলেন, ট্রাম্পের এই পদক্ষেপের প্রেক্ষিতে, আমরা ২৫ বছর বা তারও বেশি সময় ধরে এখানে অবস্থান করতে যাচ্ছি।


কমিউনিস্ট দেশ কিউবার দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত এই গুয়ানতানামো বে’তে অবস্থিত এই কারাগারে বন্দীদের সঙ্গে যে মানবিক আচরণ করা হয় তা সাংবাদিকদের দেখাতে নিয়মিত সম্মেলনের আয়োজন করে মার্কিন সামরিক বাহিনী।


এই আয়োজন উপলক্ষে রিং বলেন, পেন্টাগণ প্রেরিত এক স্মারকে কমপক্ষে ২৫ বছরের জন্য এই কারাগার খোলা রাখার পরিকল্পনার কথা আমাদের জানানো হয়েছে। সূত্র: এএফপি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com