শিরোনাম
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা পল অ্যালেন আর নেই
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৮, ১০:৪৫
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা পল অ্যালেন আর নেই
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা পল অ্যালেন আর নেই। তিনি নন-হজকিন্স লিম্ফোমা নামে জটিল ক্যানসারে আক্রান্ত হয়ে সোমবার মারা যান।


তার বয়স হয়েছিল ৬৫ বছর। ২০০৯ সালে তিনি এই রোগে আক্রান্ত হন এবং চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন। তবে মাত্র দুই সপ্তাহ আগে এই রোগটি আবার ফিরে আসে।


অ্যালেন ও তার চিকিৎসকরা এবারো চিকিৎসা নিয়ে আশাবাদী ছিলেন।


অ্যালেনের বোন জোডি সোমবার বিকেলে দেয়া এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, তিনি তার জীবনের প্রতিটি ক্ষেত্রেই ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব।


তার মৃত্যুতে মাইক্রোসফটের আরেক সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, আমার সবচেয়ে পুরনো ও সবচেয়ে প্রিয় বন্ধুর মৃত্যুতে ভীষণ আঘাত পেয়েছি আমি। তিনি না থাকলে পার্সোনাল কম্পিউটিং সম্ভব হতো না।


অ্যালেন ও তার স্কুল জীবনের বন্ধু গেটস ১৯৭৫ সালে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট গড়ে তুলেন। এই মাইক্রোসফটই পরে বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানি হয়ে দাঁড়ায়। সূত্র: বিবিসি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com