শিরোনাম
টানা প্রায় ১৮ ঘন্টা উড়ে যাত্রীবাহী ফ্লাইটের রেকর্ড
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৮, ০৯:৪৫
টানা প্রায় ১৮ ঘন্টা উড়ে যাত্রীবাহী ফ্লাইটের রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বের দীর্ঘতম বিরতিহীন বাণিজ্যিক ফ্লাইট ১৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবতরণ করেছে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের এই ফ্লাইটটি যাত্রা শুরু করেছিল সিঙ্গাপুর থেকে।


পুরো যাত্রায় সময় লেগেছে ১৭ ঘণ্টা ৫২ মিনিট। এই ফ্লাইটে ছিল ১৫০ জন যাত্রী ও ১৭ জন ক্রু।


যাত্রীদের একজন এয়ারলাইন্সরেটিংস ডটকমের প্রধান সম্পাদক জিওফ্রে থমাস জানান, খুব দ্রুত সময় পেরিয়ে গেছে। মনেই হয়নি যে সাড়ে ১৭ ঘণ্টার বেশি সময় আকাশে ছিলাম।


সিঙ্গাপুরের চ্যাঙ্গি এয়ারপোর্ট থেকে নিউইয়র্কের নিওয়ার্ক এয়ারপোর্ট পর্যন্ত এই ফ্লাইটটি ২ মিনিট বেশি উড়ে দীর্ঘতম সময় বিরতিহীন আকাশে ওড়ার ইতিহাস গড়ে।


এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ার পার্থ থেকে লন্ডন পর্যন্ত দীর্ঘ ১৭ ঘন্টার এক ফ্লাইট চালু করে কানটাস এয়ারলাইন্স। অন্যদিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট আছে অকল্যান্ড থেকে দোহা পর্যন্ত, যেটিতে সময় লাগে সাড়ে ১৭ ঘণ্টা।


সিঙ্গাপুর এয়ারলাইন্সের এই ফ্লাইটে ছিল একেবারে নতুন একটি এয়ারবাস। এতে রয়েছে ১৬১টি আসন, এর মধ্যে ৬৭টি বিজনেস ক্লাসে এবং ৯৪টি ইকোনোমি ক্লাসে।


বিশ্বের আর্থিক লেনদেনের বড় দুটি কেন্দ্র নিউইয়র্ক ও সিঙ্গাপুরের মধ্যে এই ফ্লাইট বেশ জনপ্রিয় হবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com