শিরোনাম
ইন্টারপোলের প্রধানকে আটক করা হয়েছে: চীন
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৮, ১০:৪৫
ইন্টারপোলের প্রধানকে আটক করা হয়েছে: চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রেসিডেন্ট মেং হংওয়েইকে আটক করা হয়েছে বলে চীন নিশ্চিত করেছে। মেং ইন্টারপোলের সদর দফতর ফ্রান্সের লিয়ন শহর থেকে ২৫ সেপ্টেম্বর চীন যাওয়া পথে নিখোঁজ হন।


বেইজিং রবিবার জানিয়েছে, আইন লঙ্ঘনের অভিযোগে মেংয়ের বিরুদ্ধে তদন্ত করছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। মেং নিখোঁজ হওয়ার ১২ দিন পর এই প্রথম বিবৃতি দিয়ে তার অবস্থান সম্পর্কে জানাল চীন।


এর আগে মেংকে জিজ্ঞাসাবাদের জন্য চীনে আটক করা হয়েছে বলে জানায় সাউথ চায়না মর্নিং পোস্ট। মেং একইসঙ্গে চীনের নিরাপত্তা মন্ত্রণালয়ের উপমন্ত্রীরও দায়িত্বে রয়েছেন।


এদিকে ইন্টারপোল জানিয়েছে, তারা মেংয়ের পদত্যাগপত্র পেয়েছে এবং তাৎক্ষণিকভাবে তা কার্যকর করা হয়েছে। প্রতিষ্ঠানটির শর্ত অনুসারে দক্ষিণ কোরিয়ার কিম জং ইয়াংকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করেছে।


চীনের ন্যাশনাল সুপারভিশন কমিশন সোমবার এক বিবৃতিতে বলেছে, মেংয়ের বিরুদ্ধে বর্তমানে আইন লঙ্ঘনের তদন্ত চলছে। সংস্থাটি দেশটির সরকারি কর্মকর্তাদের দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগ তদন্ত করে থাকে।


এদিকে মেংয়ের স্ত্রী গ্রেস মেং বলেছেন, তার স্বামী যেদিন নিখোঁজ হোন সেদিন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছুরির ছবি পাঠিয়েছিলেন। এর মাধ্যমে মেং হয়তো বোঝাতে চেয়েছেন যে তিনি বিপদের মধ্যে রয়েছেন।


সাম্প্রতিক মাসগুলোতে চীনে চলমান দুর্নীতিবিরোধী অভিযানে দেশটির অনেক শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা, ধনী ব্যবসায়ী ও প্রথম সারির তারকাদের গুম হওয়ার মতো ঘটনা ঘটছে। এর মধ্যে মেংয়ের নিখোঁজ হওয়ার ঘটনাটি ছিল সর্বশেষ।


এর মধ্যে গত জুলাই মাসে চীনে নিখোঁজ হন অভিনেত্রী ফান বিংবিং। পরে গত সপ্তাহে প্রকাশ্যে ক্ষমা চেয়ে এবং কর ফাঁকি ও অন্যান্য অপরাধে ১২৯ মিলিয়ন ডলার জরিমানা দিয়ে তিনি আবার জনসমক্ষে আসেন। সূত্র: বিবিসি


বিবার্তা/জাকিয়া


>>চীন যাওয়ার পথে নিখোঁজ ইন্টারপোলের প্রেসিডেন্ট

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com