শিরোনাম
সেন্টমার্টিনের দাবি থেকে সরে গেল মিয়ানমার
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৮, ১৭:৫৩
সেন্টমার্টিনের দাবি থেকে সরে গেল মিয়ানমার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের প্রতিবাদের মুখে সেন্টমার্টিনের মালিকানার দাবি থেকে সরে এসেছে মিয়ানমার। রবিবার দেশটির জনসংখ্যা বিষয়ক বিভাগের ওয়েবসাইট থেকে ভুয়া ওই তথ্য মুছে দিয়েছে মিয়ানমার।


রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২০তম বৈঠকে জ্যেষ্ঠ সচিব মো. শহীদুল হক এই তথ্য জানান।


তিনি জানান, বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এ বিষয়ে জোর প্রতিবাদ জানানো হয়। এরপর তারা তাদের ওয়েরসাইট থেকে এটি সরিয়ে ফেলেছে।


এ বিষয়ে কমিটির সভাপতি ডা. দীপু মনি বলেন, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। কমিটি এ বিষয়ে তৎপর থাকার এবং ওই দেশের অন্য কোনো ওয়েবসাইটে কিংবা অন্য কোথাও এ ধরনের তৎপরতা রয়েছে কিনা তা মনিটর করার সুপারিশ করে।


উল্লেখ্য, মিয়ানমার সরকারের জনসংখ্যাবিষয়ক বিভাগের ওয়েবসাইট সম্প্রতি তাদের দেশের যে মানচিত্র প্রকাশ করেছে, তাতে সেন্টমার্টিনকে তাদের ভূখণ্ডের অংশ দেখানো হয়। ওই মানচিত্রে মিয়ানমারের মূল ভূখণ্ড এবং বঙ্গোপসাগরে বাংলাদেশের অন্তর্গত সেন্টমার্টিনকে একই রঙে চিহ্নিত করা হয়। অন্যদিকে বাংলাদেশের ভূ-ভাগ চিহ্নিত করা হয় অন্য রঙে। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, মিয়ানমার যদি এমন আপত্তিজনক কাজ চালিয়ে যেতে থাকে তবে বাংলাদেশ উপযুক্ত ব্যবস্থা নেবে।


বিবার্তা/হাসান/কামরুল


আরও পড়ুন- সেন্টমার্টিনের মালিকানা দাবি করায় মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com