শিরোনাম
সৌদি আরবে ব্যাংকের প্রথম নারী চেয়ারম্যান লুবনা
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৮, ১৪:৩১
সৌদি আরবে ব্যাংকের প্রথম নারী চেয়ারম্যান লুবনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সৌদি আরব একটি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে প্রথমবারের মতো এক নারীকে নিয়োগ দিয়েছে।


সৌদি ব্রিটিশ ব্যাংক ও আলাওয়াল ব্যাংক একীভূত করে নতুন একটি ব্যাংক প্রতিষ্ঠা হচ্ছে। এই ব্যাংকেরই প্রধান হবেন সৌদি নারী ব্যবসায়ী লুবনা আল ওলাইয়ান।


ঐতিহ্যগত রক্ষণশীল সমাজের আগল ভেঙে নারীর সংস্কারের পথে এগিয়ে যাওয়ার এটি একটি অন্যতম পদক্ষেপ। এর আগে জুন মাসে নারীদের ওপর থেকে গাড়ি চালানোর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। ইতোমধ্যে হলে গিয়ে সিনেমা দেখা, স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার মতো অধিকার পেয়েছে তারা।


সৌদি আরবের বাণিজ্যিক খাতে লুবনাকে নারীদের অগ্রদূত হিসেবে দেখা হয়। যুক্তরাষ্ট্রে শিক্ষিত এই নারী ২০১৮ সালে ফোর্বস ম্যাগাজিনের জরিপে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী নারীদের তালিকার শীর্ষে রয়েছেন।


সৌদি ব্রিটিশ ব্যাংক ও আলাওয়াল ব্যাংক একীভূত হয়ে দেশটির তৃতীয় বৃহত্তম ব্যাংক প্রতিষ্ঠা হচ্ছে। এর মূলধন হবে ১৭.২ বিলিয়ন ডলার। সূত্র: বিবিসি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com