শিরোনাম
চীন যাওয়ার পথে নিখোঁজ ইন্টারপোলের প্রেসিডেন্ট
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৮, ০৯:৩৮
চীন যাওয়ার পথে নিখোঁজ ইন্টারপোলের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রেসিডেন্ট মেং হংওয়েই চীন যাবার পথে নিখোঁজ হয়েছেন। এক সপ্তাহের বেশি সময় ধরে পরিবারের সদস্যরা তার কোনো খোঁজ পাচ্ছেন না। এমন অভিযোগ পাবার পর তদন্ত শুরু করেছে ফ্রান্স।


ইন্টারপোলের সদর দফতর ফ্রান্সের লিয়ন শহর থেকে ২৫ সেপ্টেম্বর মেং চীনের উদ্দেশ্যে যাত্রা করার পর থেকে তার পরিবার আর কোনো খোঁজ পায়নি।


তদন্তের সাথে জড়িত এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, মেং ফ্রান্সে নিখোঁজ হননি।


সাউথ চায়না মর্নিং পোস্ট এক সূত্রকে উদ্ধৃত করে লিখেছে, ৬৪ বছরের মেংকে জিজ্ঞাসাবাদের জন্য চীনে নিয়ে যাওয়া হয়েছে। তবে এটা পরিষ্কার নয় কেন চীনের শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ তার বিষয়ে তদন্ত করছে বা কোথায় তাকে রাখা হয়েছে।


তবে বিষয়ে প্রকাশ্যে কনোন মন্তব্য করেনি চীনের কর্মকর্তারা।


মেংয়ের স্ত্রী ফরাসি পুলিশের কাছে তার স্বামী নিখোঁজ থাকার অভিযোগ জানানোর পর তদন্ত শুরু করে ফরাসি কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে তাকে উদ্ধৃত করে ফরাসি পুলিশ জানিয়েছিল, গত ২৯ সেপ্টেম্বরের পর থেকে তারা মেংয়ের কোনো খোঁজ পাননি।


তবে পরে ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আসলে তারিখটি হবে ২৫ সেপ্টেম্বর। চীনের কর্তৃপক্ষের সঙ্গে তাদের আলোচনা চলছে।


এক বিবৃতিতে ইন্টারপোল বলেছে, মেংয়ের নিখোঁজ হওয়ার বিষয়ে তারা অবগত আছে। এটা ফ্রান্স ও চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়।


সংস্থাটি জানিয়েছে, ১৯২টি দেশের এই সংস্থাটির প্রতিদিনের কার্যক্রম মহাসচিব দেখভাল করে থাকেন, প্রেসিডেন্ট নয়। প্রেসিডেন্ট হিসাবে মেং নির্বাহী কমিটির নেতৃত্ব দিয়ে থাকেন, যা ইন্টারপোলের সার্বিক নীতিমালা এবং পরিচালনার নির্দেশনা দিয়ে থাকে।


২০১৬ সালে মেং ইন্টারপোলের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার মেয়াদ ২০২০ সালে শেষ হওয়ার কথা রয়েছে। মাদক, সন্ত্রাসবাদ বিরোধী এবং সীমান্ত রক্ষার মতো কাজে তার ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে। ইন্টারপোলের দায়িত্ব নেয়ার আগে মেং চীনের জন নিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী ছিলেন। তিনি চীনের কমিউনিস্ট পার্টির একজন জ্যেষ্ঠ নেতা।


তার নির্বাচনের সময় মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছিল, এই নিয়োগ বিদেশে পালিয়ে যাওয়া চীনা রাজনৈতিক ব্যক্তিদের আটক করতে চীনকে সহায়তা করবে।


কোন অভিযুক্ত ব্যক্তিকে ধরিয়ে দিতে আন্তর্জাতিক রেড নোটিশ জারি করতে পারে ইন্টারপোল। তবে কোনো দেশের ভেতর কর্মকর্তা পাঠিয়ে কাউকে গ্রেফতার করা বা গ্রেফতারি পরোয়ানা জারির ক্ষমতা নেই সংস্থাটির। সূত্র: বিবিসি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com