শিরোনাম
সাংবাদিক নিখোঁজ, সৌদি রাষ্ট্রদূতকে তলব তুরস্কের
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৮, ১২:১২
সাংবাদিক নিখোঁজ, সৌদি রাষ্ট্রদূতকে তলব তুরস্কের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

এক সাংবাদিক নিখোঁজ হওয়ার ঘটনায় তুরস্কে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আদেল সিরাজুদ্দিন মিরদাদকে তলব করেছে আঙ্কারা। সম্প্রতি সৌদি আরবের সরকার-বিরোধী সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজ হওয়ার ঘটনায় গতকাল বৃহস্পতিবার তুরস্ক তাকে তলব করে।


জামাল খাশোগি সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কন্স্যুলেট পরিদর্শন করেন। এরপর তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। এরপরই এই উত্তেজনা শুরু হয়।


তুরস্কের সরকারি কর্মকর্তারা বলছেন, তারা বিশ্বাস করনে যে, সাংবাদিক জামাল খাগোশিকে কন্স্যুলেট ভবনেই আটকে রাখা হয়েছে।


অবশ্য এ বিষয়ে সৌদি কন্স্যুলেটের কর্মকর্তারা অনেকটা পীড়াপীড়ি করে বলেছেন, জামাল খাশোগি নিখোঁজ হওয়ার আগে কন্স্যুলেট ভবন ত্যাগ করেছেন। তাদের এ দাবি তুর্কি সরকারের বক্তব্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।


তবে, সৌদি রাষ্ট্রদূত তুর্কি কর্মকর্তাদেরকে বলেছেন, তার কাছে জামাল খাশোগির কোনো তথ্য নেই। তিনি যদি কোনো তথ্য পান তাহলে তুর্কি কর্মকর্তাদেরকে জানাবেন।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com