শিরোনাম
শিক্ষিত, দক্ষ কর্মীদের জন্য জার্মানির দুয়ার খুলছে
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৮, ১৯:৪৫
শিক্ষিত, দক্ষ কর্মীদের জন্য জার্মানির দুয়ার খুলছে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জার্মানির জোট সরকারের নেতৃবৃন্দ নতুন অভিবাসন আইনে একমত হয়েছেন। ফলে ইউরোপের বাইরের দেশের শিক্ষিত ও দক্ষ নাগরিকদের জন্য জার্মানিতে কাজ পাওয়া ও বসবাস সহজ হচ্ছে।


তবে এই আইনের কারণে দরিদ্র ও শিক্ষিত নন, এমন ব্যক্তিদের জার্মানিতে অভিবাসন পাওয়া কঠিন হবে। কেননা চুক্তিতে লেখা হয়েছে, ‘‘আমরা অযোগ্য ‘থার্ড-কান্ট্রি ন্যাশনাল'দের (ইউরোপের বাইরের দেশের নাগরিক) অভিবাসন চাই না।''


মঙ্গলবার ভোরে এই আইনে সম্মত হওয়ার বিষয়টি জানায় জার্মানির জোট সরকার। সামাজিক গণতন্ত্রী দল এসপিডির শ্রমমন্ত্রী হুব্যার্টুস হাইল ও চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সিডিইউ দলের সঙ্গী সিএসইউ-র প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার চুক্তিতে সই করেন।


স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই কট্টরপন্থি সেহোফার জার্মানির অভিবাসন পদ্ধতিতে সংস্কার আনার চেষ্টা চালিয়ে গেছেন। তাঁর দাবি মানা না হলে গত জুনে পদত্যাগেরও হুমকি দিয়েছিলেন তিনি৷


জার্মানির নতুন আইনে ক্যানাডার আইন অনুসরণ করা হয়েছে। ফলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, বয়স, ভাষাগত দক্ষতা, ‘আর্থিক নিরাপত্তা', কম্পানির কাছ থেকে পাওয়া ‘জব অফার' ইত্যাদি বিবেচনা করে অভিবাসন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।


নতুন আইনে জার্মান অর্থনীতিতে দক্ষ বিদেশি কর্মীদের অবদান স্বীকার করা হয়েছে। ফলে আরো বেশি করে বিদেশি দক্ষ কর্মী আনার প্রক্রিয়া সহজ হচ্ছে। আইনের এক প্রস্তাবে বলা হয়েছে, নিয়োগ দেয়ার ক্ষেত্রে জার্মান নাগরিকদের অগ্রাধিকার দিতে কম্পানিগুলোর উপর এতদিন যে সরকারি চাপ ছিল, এখন থেকে তা থাকবে না।


এছাড়া বিদেশি গ্র্যাজুয়েট ও কারিগরি শিক্ষায় শিক্ষিত কর্মীরা চাকরি খুঁজতে ছয় মাসের জন্য জার্মানিতে আসতে পারবেন। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে, আগ্রহী প্রার্থীদের চাকরি করার জন্য পর্যাপ্ত যোগ্যতা, প্রশিক্ষণ ও জার্মান ভাষায় দক্ষতা এবং জার্মানিতে থাকার মতো পর্যাপ্ত অর্থ থাকতে হবে। সূত্র ডয়চে ভেলে


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com