শিরোনাম
‘সাহসী কমান্ডো’ কেন পাকিস্তানে ফেরেননি, প্রশ্ন আদালতের
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৮, ১৮:৪৪
‘সাহসী কমান্ডো’ কেন পাকিস্তানে ফেরেননি, প্রশ্ন আদালতের
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফের আইনজীবীকে উদ্দেশ করে দেশটির প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসার বলেছেন, “যিনি নিজেকে ‘সাহসী কমান্ডো’ বলে পরিচয় দেন তিনি কেন দেশে ফেরেননি? তার উচিত আজ আদালতে সেই সাহস দেখানো।”


রাষ্ট্রদ্রোহের মামলায় মঙ্গলবার মুশাররফের আদালতে হাজিরা দেয়ার কথা থাকলেও তিনি দুবাই থেকে দেশে ফেরেননি। এ অবস্থায় বিচারপতি মিয়া সাকিব মুশাররফের আইনজীবীর কাছে বিস্ময় প্রকাশ করে বলেন, “বার বার সাহস দেয়ার পরও এই সাহসী কমান্ডো কেন দেশে ফিরতে ভয় পাচ্ছেন? আমি আগেও আপনাকে বলেছি যে তিনি দেশে ফিরলে তাকে নিরাপত্তা দেয়া হবে।”


মুশাররফের আইনজীবী তিন সদস্যের বেঞ্চকে বলেন, আমার মক্কেল আদালতের প্রতি 'শ্রদ্ধাশীল’, কিন্তু স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি দেশে ফিরতে পারছেন না। এছাড়া, নিরাপত্তার বিষয়েও তার কিছু আপত্তি রয়েছে।


জবাবে প্রধান বিচারপতি বলেন, “আমি আপনাকে নিরাপত্তার বিষয়ে আশ্বাস দিচ্ছি এবং এ আশ্বাস হচ্ছে পাকিস্তানের প্রধান বিচারপতির পক্ষ থেকে। যতক্ষণ পর্যন্ত মুশাররফ বেঁচে আছেন ততক্ষণ পর্যন্ত তার দায়িত্ব হচ্ছে আদালতে হাজিরা দেয়া।”


উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহ মামলার আসামী জেনারেল মুশাররফ ২০১৬ সালের মার্চ মাসে চিকিৎসার কথা বলে দুবাই চলে যান। এরপর তিনি আর দেশে ফেরেননি।


বিবার্তা/হুমা্য়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com