শিরোনাম
ইন্দোনেশিয়ার সুম্বা দ্বীপে ২ দফা ভূমিকম্প
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৮, ১১:৪২
ইন্দোনেশিয়ার সুম্বা দ্বীপে ২ দফা ভূমিকম্প
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইন্দোনেশিয়ার সুম্বা দ্বীপের দক্ষিণ উপকূলে মঙ্গলবার সকালে পর পর দু’বার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্প দু’টির মাত্রা ছিল যথাক্রমে ৫.৯ ও ৬.০। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে।


সংস্থাটি জানায়, গ্রিনিচ মান সময় ২৩টা ৫৯-তে ভূ-পৃষ্ঠের স্বল্প গভীরে প্রথম দফার মাঝারি মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্র ১৫ মিনিট পর একই এলাকায় ভূ-পৃষ্ঠের ৩০ কিলোমিটার গভীরে দ্বিতীয় দফার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। দ্বীপটির মোট জনসংখ্যা প্রায় সাড়ে ৭ লাখ।


সুম্বা দ্বীপ সুলাওয়েসি দ্বীপের প্রায় এক হাজার ৬শ’ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। গত শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির আঘাতে দ্বীপটিতে ৮শ’র বেশি লোক প্রাণ হারায়।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com