শিরোনাম
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর সুনামিতে নিহত ৫০
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫২
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর সুনামিতে নিহত ৫০
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইন্দোনেশিয়ার উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাতে পর অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টার একটু আগে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।


সুলাবেসি দ্বীপের ছোট্ট শহর পালুতে ২ মিটারের বেশি উঁচু ঢেউ আছড়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, লোকজন আতঙ্কে চিৎকার করছে ও দৌঁড়াচ্ছে। বিধ্বস্ত ভবনগুলোর মধ্যে একটি সমজিদও রয়েছে।


গত মাসে দেশটির লোম্বক দ্বীপে সিরিজ ভূমিকম্প আঘান হানে। এর মধ্যে ৫ আগস্ট সবচেয়ে বড়টি আঘাত হানে এবং এতে ৪৬০ জনের বেশি লোক মারা যায়।


ইন্দোনেশিয়ার এক মন্ত্রী বলেছেন, উদ্ধার অভিযান শুরু হয়েছে। ভূমিকম্প ও সুনামিতে সংশ্লিষ্ট অঞ্চলের যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। এতে উদ্ধার তৎপরতায় বিঘ্ন ঘটছে। এ ছাড়া পালু বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।


ঘটনাস্থলে থাকা বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, বহু লোক মারা গেছে। তবে তারা ভূমিকম্পে নাকি সুনামিতে মারা গেছে তা জানা যায়নি।


ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুলাবেসি দ্বীপের পালু শহরের ৭৮ কিলোমিটার উত্তরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।


ভূমিকম্পে ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠার কিছুক্ষণের মধ্যেই সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। তবে এক ঘণ্টা পর তা প্রত্যাহার করা হয়।


ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূতত্ব বিষয়ক সংস্থার প্রধান দিবাকরিতা কর্ণবতী বলেন, ২ মিটারের বেশি উঁচু সুনামি আছড়ে পড়েছে। অবস্থা খুবই শোচনীয়। লোকজন রাস্তায় দৌড়াদৌড়ি করছে। ঘরবাড়ি ভেঙে পড়ছে। জাহাজ তীরে ভেসে এসেছে।


২০০৪ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে পুরো ভারত মহাসাগরীয় দেশগুলোতে দুই লাখ ২৬ হাজার লোক মারা যায়। এর মধ্যে ইন্দোনেশিয়াতেই মারা যায় এক লাখ ২০ হাজারের বেশি।


প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ারে অবস্থিত হওয়ার কারণে ইন্দোনেশিয়া ভূমিক্ম্পপ্রবণ একটি দেশ। সূত্র: বিবিসি


বিবার্তা/জাকিয়া


>>ইন্দোনেশিয়ায় ৭.৫ মাত্রার ভূমিকম্প

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com