শিরোনাম
নাজিব রাজাকের স্ত্রীকে ফের জিজ্ঞাসাবাদ
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৯
নাজিব রাজাকের স্ত্রীকে ফের জিজ্ঞাসাবাদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মানসুরকে দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) কর্মকর্তারা বুধবার নতুন করে জিজ্ঞাসাবাদ করছেন।


মাল্টি বিলিয়ন ডলারের কেলেংকারি তদন্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর এই আর্থিক দুর্নীতিকে কেন্দ্র করে নাজিব রাজাককে ক্ষমতা হারাতে হয়।


বিলাসী জীবনযাপন ও স্বেচ্ছাচারী আচরণের জন্য আলোচিত রোসমাহ জিজ্ঞাসাবাদের এমএসিসি দফতরে হাজির হন। এ সপ্তাহে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, রোসমাহের ব্যাপারে দুর্নীতি-বিরোধী সংস্থাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তার বিরুদ্ধে শিগগিরই অভিযোগ দায়ের হতে পারে।


গত মে মাসের নির্বাচনে নাজিবের জোট অপ্রত্যাশিতভাবে পরাজিত হওয়ার পর থেকে এ কমিশনের কর্মকর্তারা রোসমাহকে দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসাবাদ করে। কুয়ালালামপুরে নাজিবের একাধিক বাসভবনে অভিযান চালিয়ে প্রায় ২৭ কোটি ৩০ লাখ ডলারের সম্পদ জব্দ করা হয়। এসব সম্পদের মধ্যে দামি জুয়েলারি ও হরেক ডিজাইনের হ্যান্ডব্যাগ রয়েছে।


উল্লেখ্য নাজিবের বিরুদ্ধে প্রধান অভিযোগ হচ্ছে তিনি ও তার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা রাষ্ট্রের ১এমডিবি তহবিল থেকে মাল্টি বিলিয়ন ডলার লুট করেছেন। আর তার ক্ষমতা হারানোর প্রধান কারণই হচ্ছে এসব অভিযোগ। সূত্র: এএফপি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com