শিরোনাম
তাঞ্জানিয়ায় ফেরিডুবিতে নিহত ৪২
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৭
তাঞ্জানিয়ায় ফেরিডুবিতে নিহত ৪২
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফ্রিকার দেশ তাঞ্জানিয়ায় একটি যাত্রীবাহী ফেরি ডুবে গিয়ে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় উদ্ধার কর্মীরা শতাধিক যাত্রীকে জীবিত এবং ৩৭ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।


গতকাল বৃহস্পতিবার ভিক্টোরিয়া হৃদের দক্ষিণে ফেরিডুবির এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।


বেঁচে যাওয়া যাত্রীদের অভিযোগ, ১০০ যাত্রী ধারণ ক্ষমতার ওই ফেরিতে ২০০ জনের বেশি যাত্রী নেয়া হয়েছিল। অতিরিক্ত যাত্রীর চাপে ফেরিটি ডুবে যায়।


রাষ্ট্রীয় টেলিভিশনে তাঞ্জানিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র গারসন মসিগবা বলেন, ‘মওয়াঞ্জা কর্তৃপক্ষ থেকে প্রেসিডেন্ট জন মাগুফুলির কাছে আসা তথ্য অনুসারে ফেরি দুর্ঘটনায় নিহতের সংখ্যা ইতোমধ্যে ৪০ ছাড়িয়েছে।’


তাঞ্জানিয়ায় ফেরি সেবা পরিচালনা করে থাকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ও সার্ভিসেস এজেন্সি। তারা জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে উকারা দ্বীপের কাছে এমভি নয়েরেরে নামের ওই যাত্রীবাহী ফেরিটি ডুবে যায়।


উকেরেবে জেলা কাউন্সিলের প্রধান জর্জ নয়ামাহা বলেন, ‘ফেরিটি ডুবে যাওয়ার সময় সেখানে ১০০ জনের বেশি যাত্রী ছিল। এ দুর্ঘটনায় বহু লোক তাদের প্রাণ হারিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।’


মওয়াঞ্জার কমিশনার জন মনগেলা জানান, দুর্ঘটনার পর ৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর পর শুক্রবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়েছে।


তিনি জানান, অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত ওই ফেরিতে কতজন লোক ছিল তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।


প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীর পাশাপাশি ওই ফেরিতে পণ্যও ছিল। তাছাড়া, ফেরি ডুবে যাওয়ার জন্য খারাপ আবহাওয়াও দায়ী।


তাঞ্জানিয়ায় ভিক্টোরিয়া হৃদে ১৯৯৬ সালে এক ভয়াবহ ফেরি দুর্ঘটনায় ৫ শতাধিক লোক নিহত হয়েছিল। এ ছাড়া, ২০১২ সালেও দেশটির জাঞ্জিবার দ্বীপপুঞ্জে ফেরি দুর্ঘটনায় ১৪৫ জন নিহত হয়। সূত্র: আল জাজিরা


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com