শিরোনাম
কাবা শরীফে প্রবেশ করলেন ইমরান খান
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০২
কাবা শরীফে প্রবেশ করলেন ইমরান খান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার বিদেশ সফরের অংশ হিসেবে পরীক্ষিত বন্ধু দেশ সৌদি আরব গিয়ে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর এটাই তার প্রথম কোনো রাষ্ট্রীয় সফর। পরে বুধবার পবিত্র ওমরাহ পালন করেন তিনি।


জিও নিউজ বলছে, সে সময় তার জন্য কাবা শরীফের দরজা খোলা হয়। পরে পবিত্র কাবা ঘরে ভেতরে প্রবেশের সুযোগ পান পাকিস্তানের এ প্রধানমন্ত্রী।


সংবাদে আরো বলা হয়, বিশ্বের সব মুসলিমের জন্য কাবা শরীফে প্রবেশের অনুমতি নেই। তবে এই বিরল সুযোগটি পেলেন পিটিআই প্রধান ইমরান খান। সে সময় তিনি মুসলিম বিশ্বের শান্তি কামনা করে দোয়া করেন।


উল্লেখ্য, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে সৌদি আরব সফরে গেছেন পাকিস্তানের নব্য বিজয়ী প্রধানমন্ত্রী ইমরান খান।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com