শিরোনাম
বৌদ্ধ সন্ন্যাসীদের যৌন নির্যাতনের বিষয়ে জানি: দালাই লামা
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৮
বৌদ্ধ সন্ন্যাসীদের যৌন নির্যাতনের বিষয়ে জানি: দালাই লামা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তিব্বতের আধ্যাত্মিক গুরু দালাই লামা স্বীকার করেছেন, ১৯৯০’র দশক থেকে বৌদ্ধ গুরুরা তাদের শিষ্যদের ওপর যে যৌন নির্যাতন চালাত সেকথা তিনি জানতেন।


হল্যান্ডের সরকারি টিভি এনওএসকে দেয়া এক সাক্ষাৎকারে দালাই লামা বলেন, এ অভিযোগ নতুন নয়। এসব কথা আমি জানি, নতুন কিছু নয়।


দীর্ঘ ইউরোপ সফরে রয়েছেন দালাই লামা। সফরের অংশ হিসাবেই বর্তমানে চারদিনের জন্য রয়েছেন নেদারল্যান্ডসে। সেখানে বৌদ্ধ ধর্মগুরু তথা শিক্ষকদের হাতে যৌন অত্যাচার বা ধর্ষণের শিকার হওয়া নির্যাতিতারা আন্দোলনে নামেন। তাদের দাবি ছিল, তিব্বতি ধর্মগুরুর সঙ্গে তারা দেখা করবেন। সেই দাবি মতোই শুক্রবার সেই নির্যাতিতাদের সঙ্গে দেখা করেন তিনি।


দালাই লামা বলেন, ২৫ বছর আগে ভারতের ধরমশালায় একটি পাশ্চাত্য বৌদ্ধ সম্মেলন হয়েছিল। সেখানেই একজন তাকে যৌন নির্যাতনের এই সমস্যার কথা জানান।


তিনি বলেন, যৌন নির্যাতনের মতো অপরাধ যারা করে, তারা গৌতম বুদ্ধর আদর্শ ও শিক্ষা মানে না। তারা সমাজের কলঙ্ক। এই ধরনের ঘটনা বন্ধ করতে বৌদ্ধ সন্ন্যাসীদের আরো কঠোরভাবে বিষয়টি দেখা উচিত।


ধর্মগুরুর ইউরোপের মুখপাত্র সেতেন স্যামদুপ ছোয়েকাপা জানান, দালাই লামা বরাবরই বৌদ্ধ সন্ন্যাসীদের যৌন নির্যাতন ও অন্যান্য অনৈতিক কাজকর্মের নিন্দা করে এসেছেন। এ বছরের নভেম্বরে ফের ধরমশালায় বৌদ্ধ ধর্মগুরুদের সম্মলেন রয়েছে। সেই সময় বিষয়টি নিয়ে আলোচনা হবে।


এত দিন পর্যন্ত বৌদ্ধ সন্ন্যাসী ও ধর্মগুরুদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠলেও তেমন গুরুত্ব দেয়া হয়নি বলে অভিযোগ নির্যাতিতাদের। যাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, প্রভাব খাটিয়ে তারা অনেক সময়ই ছাড় পেয়ে যান।


তবে এবার খোদ দালাই লামাই এই নির্যাতনের অভিযোগ স্বীকার করলেন। সূত্র: পার্সটুডে ও আনন্দবাজার


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com