শিরোনাম
ফিলিপাইনে সুপার টাইফুন ম্যাংখুতের আঘাত
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৬
ফিলিপাইনে সুপার টাইফুন ম্যাংখুতের আঘাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফিলিপাইনের উত্তরাঞ্চলে শনিবার শক্তিশালী ঝড় সুপার টাইফুন ম্যাংখুত দমকা বাতাস ও তুমুল বৃষ্টিসহ আঘাত হেনেছে। এদিকে কর্তৃপক্ষ এর গতিপথের সম্ভাব্য ভয়াবহ ধ্বংযজ্ঞের ব্যাপারে সকলকে সতর্ক করে দিয়েছে।


খবরে বলা হয়, মধ্যরাতের পর চীনের উপকূলীয় লুজন দ্বীপে টাইফুন ম্যাংখুতের আঘাতে অনেক গাছপালা ভেঙ্গে পড়ে, বহু ঘরবাড়ির ছাদ উড়ে যায় এবং অনেক এলাকার বিদ্যুত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।


আবহাওয়ার পূর্বাভাসে এটিকে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন হিসেবে অভিহিত করা হয়। প্রায় ৪০ লাখের বেশি মানুষ সুপার টাইফুন ম্যাংখুতের কবলে পড়েছে। ইতোমধ্যে হাজার হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।


বর্তমানে এটি চীনের পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। ঝড়টির ঘণ্টায় সর্বোচ্চ গতি ৩৩০ কিলোমিটার এবং সর্বনিম্ন গতি ১৮৫ কিলোমিটার।


স্থানীয়ভাবে ‘ওমপাং’ নামে পরিচিতি পাওয়া টাইফুন মাংখুটে ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলোর ‘ভয়াবহ ক্ষতি’ হতে পারে বলেও সতর্ক করেছেন কর্মকর্তারা। ঝড়ের কারণে কাগায়ান, নর্দার্ন ইসাবেলা, আপাইয়াও ও আব্রা প্র্রদেশে দ্বিতীয় সর্বোচ্চ চার নম্বর সতর্কতা জারি করা হয়েছে।


২০ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে শঙ্কায় লাখো মানুষকে এরই মধ্যে ফিলিপিন্সের উত্তর উপকূলীয় এলাকাগুলো থেকে সরিয়ে নেয়া হয়েছে। তবে ঝড়ে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।


এর আগে ২০১৩ সালে সুপার টাইফুন ‘হায়া’-র সময় ফিলিপাইনে ৪ নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছিল।


উল্লেখ্য, ফিলিপাইনে প্রতি বছর গড়ে ২০টি টাইফুন আঘাত হানে। এতে শত শত লোক প্রাণ হারায় এবং লাখ লাখ লোক গৃহহীন হয়ে পড়ে। সূত্র: এএফপি ও বিবিসি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com