শিরোনাম
ভিয়েতনামে কুকুর-বিড়ালের মাংস না খেতে অনুরোধ
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০১
ভিয়েতনামে কুকুর-বিড়ালের মাংস না খেতে অনুরোধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভিয়েতনামের রাজধানী হ্যানয়-এর কর্মকর্তারা কুকুরের মাংস খাওয়া বন্ধ করার জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন। কারণ এর ফলে একদিকে শহরের সুনাম নষ্ট হচ্ছে অন্যদিকে র‌্যাবিস বা জলাতঙ্ক নামক রোগের প্রকোপও বৃদ্ধি পাচ্ছে।


কুকুরের মাংস খাওয়ার এ প্রথা ‘আধুনিক ও সভ্য’ রাজধানী গড়ে তোলার প্রধান অন্তরায় বলে মন্তব্য করেছে হ্যানয় পিপল্‌স কমিটি।


কমিটি থেকে আরো বলা হয়, কুকুরের মাংস খাওয়ার ফলে র‌্যাবিস এবং লিপস্টোপিরোসিস নামক রোগের প্রবণতা বৃদ্ধি পায় যা মানবদেহের জন্য অত্যন্ত ভয়ানক ব্যাধি।


আন্তর্জাতিক বার্তা সংস্থা বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, এখনো হ্যানয়-এ অবস্থিত কমপক্ষে ১,০০০ দোকানে কুকুরের মাংস বিক্রি করা হয়।


হ্যানয় পিপলস কমিটি সেখানকার বাসিন্দাদের বিড়ালের মাংস খাওয়া বন্ধ করার জন্যও অনুরোধ জানিয়েছে। যদিও সেখানে বিড়ালের মাংস খুব বেশি জনপ্রিয় নয়। কমিটি কর্তৃপক্ষ এসব প্রাণির মাংস খাওয়ার আরো বড় একটি সমস্যা হিসেবে নিষ্ঠুরভাবে কুকুর-বিড়াল হত্যাকাণ্ডের বিষয়টিও উল্লেখ করেছে।


হ্যানয়ে কম করে হলেও ৫ লাখ কুকুর-বিড়াল রয়েছে যার অধিকাংশই গৃহপালিত বলেবিবিসির খবরে উল্লেখ করা হয়েছে।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com