শিরোনাম
আফগানিস্তানে আত্মঘাতী হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৬৮
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৫
আফগানিস্তানে আত্মঘাতী হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৬৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফগানিস্তানে বিক্ষোভকারীদের ওপর মঙ্গলবারের আত্মঘাতী হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে।


নির্বাচন ও পবিত্র আশুরার প্রাক্কালে দেশব্যাপী সহিংসতা বৃদ্ধির পর এ হামলা চালানো হয়। বুধবার কর্মকর্তারা একথা জানান।


প্রাদেশিক গর্ভনরের মুখপাত্র আতাউল্লাহ খগিয়ানি জানান, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হর প্রদেশে চালানো আত্মঘাতী হামলায় আরো ১৬৫ জন আহত হয়েছে। এটি ছিল এ বছরের সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।


নানগড়হর স্বাস্থ্য বিভাগ নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছে। এর আগে নিহতের সংখ্যা ৩২ বলে জানানো হয়েছিল।


এখন পর্যন্ত কোনো গ্রুপ এ হত্যাযজ্ঞ চালানোর দায়িত্ব স্বীকার করেনি। তবে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপ এ প্রদেশে সক্রিয় রয়েছে। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে যে সকল আত্মঘাতী হামলা হয়েছে সে সবের অধিকাংশ আইএস চালিয়েছে।


দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, পাকিস্তানের সীমান্তবর্তী শহর জালালাবাদের মূল সড়কের কাছে স্থানীয়দের ভিড়ের মধ্যেই এই আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। ওই সময় স্থানীয় পুলিশপ্রধান নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ করছিল জনতা। সূত্র: এএফপি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com