শিরোনাম
নাইজেরিয়ায় গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৩৫
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৫
নাইজেরিয়ায় গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৩৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাসারাওয়া রাজ্যের একটি গ্যাস ফিলিং স্টেশনে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে অন্তত ৩৫জন নিহত এবং শতাধিক লোক আহত হয়েছে। বেশ কয়েকজন মারা গেছে।


রাজ্যের রাজধানী লাফিয়ায় সোমবার এ বিস্ফোরণ ঘটে। সিলিন্ডারে গ্যাস ভরার সময় এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে।


নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এসইএমএ) কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী আবুজার সঙ্গে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে সংযোগকারী লাফিয়া-মাকুরদি সড়কের একটি পেট্রল পাম্পে এ দুর্ঘটনাটি ঘটেছে।


এসইএমএ’র ভারপ্রাপ্ত পরিচালক উসমান আহমেদ এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছেন, ট্যাঙ্কারটি থেকে গ্যাস ভর্তির সময় সেটি বিস্ফোরিত হয়। ৩৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। নিহতদের অধিকাংশই কী হয়েছে দেখার জন্য দুর্ঘটনাস্থলে জড়ো হয়েছিল।



নাসারাওয়া রাজ্যের দমকল বিভাগের উপপ্রধান দানজুমা বিসাল্লা বলেন, বিক্রেতাদের বারবার গ্যাসের লিক সম্পর্কে সতর্ক করে দেয়া হয়েছে। তারপরও এ ধরনের ঘটনা রোধ করা যাচ্ছে না।


এক পথচারী মিডিয়াকে বলেন, আহতদের অধিকাংশই উৎসুক দর্শক। তারা গ্যাস ভর্তির সময় সেখানে দাঁড়িয়ে ছিলেন।


প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তার মুখপাত্র গার্বার শেহু এক শোক বার্তায় বলেন, এই ঘটনায় বেশ কয়েকজন মারা গেছে। প্রেসিডেন্ট এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সূত্র: এএফপি ও রয়টার্স


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com