শিরোনাম
সীমান্তে রক্তপাত ঘটলে বদলা নেবে পাকিস্তান
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৯
সীমান্তে রক্তপাত ঘটলে বদলা নেবে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাক-ভারত সীমান্তে যদি আর কখনো কোনো রক্তপাতের ঘটনা ঘটে তাহলে পাকিস্তান অবশ্যই এর বদলা নেবে। ভারতকে এমন হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান জাভেদ বাজওয়া।


রাওয়ালপিন্ডি সেনা সদরদপ্তরে সেনাদের উদ্দেশে তিনি বলেন, ‘একজন সচেতন দেশপ্রেমিক কখনো শহীদের আত্মত্যাগ ভুলে না। প্রয়োজনে এর বদলা নেয়। সীমান্তে এখনো রক্ত ঝরছে। আমরা গত দুই বছর ধরে সীমান্তের বিষয়ে কঠিন সময়ের মধ্যে রয়েছি। এটা চলতে পারে না।’


১৯৬৫-র ভারত-পাক যুদ্ধের কথা মনে করে তিনি বলেন, ‘পাক সেনার সেই লড়াই আজও আমাদের অনুপ্রেরণা দেয়।’


এদিকে ভারতের একাংশ পাকিস্তানের এমন মন্তব্যকে উস্কানিমূলক মনে করা হচ্ছে। তবে এনিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ভারত।


উল্লেখ্য, সম্প্রীতির বার্তা দিয়ে নতুন ইনিংস শুরু করেছেন পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী ইমরান খান। চলমান কাশ্মীর সমস্যার সমাধান প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘ভারত এক পা এগোলে, আমরা এগোব দুই পা।’


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com