
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে বাস দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।
গতকাল শনিবার ৩৭ জন যাত্রী নিয়ে পশ্চিম জাভা দ্বীপের সুকাবুমি অঞ্চলের একটি হলিডে স্পটে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। স্থানীয় পুলিশ বলছে, দ্রুতগতিতে চালানোর সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে ১০ মিটার গভীর একটি গিরিখাতে পড়ে যায়।
স্থানীয় পুলিশের ট্রাফিক ইউনিটের প্রধান গালিহ বায়ু রাদিতা বলেন, বাসটিতে মোট ৩৭ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ২১ জন নিহত এবং বাকিরা আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র: এএফপি
বিবার্তা/শারমিন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]