শিরোনাম
ঘূর্ণিঝড় গর্ডনের প্রভাবে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৪
ঘূর্ণিঝড় গর্ডনের প্রভাবে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

উষ্ণমন্ডলীয় ঝড় ‘গর্ডন’- এর প্রভাবে ভূমিকম্পের আশঙ্কায় জরুরি অবস্থার ঘোষণা দিয়েছে অ্যালাবামা ও মিসিসিপিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।


স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে ঘূর্ণিঝড় ‘গর্ডন’ অ্যালাবামা-মিসিসিপি সীমান্তের একটু পশ্চিমে ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতে তীরের দিকে এগিয়ে আসছে বলে ‘বিবিসি’কে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার।


সংবাদ সংস্থা ‘এপি’র প্রতিবেদনে জানানো হয়, ঝড়ের কারণে উপকূল সীমান্তে অবস্থিত ২৭ হাজার মানুষ বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদেরকে মোবাইল, ল্যাপটপসহ ইলেকট্রনিকস ডিভাইসসমূহকে চার্জ দিয়ে রাখতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।


মেক্সিকো উপসাগরে অবস্থিত তেল গ্যাস কোম্পানির প্রায় ৫০টি নির্গমণ প্লাটফর্ম থেকে উৎপাদন বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ।


নিউ অর্লিয়েন্সের মেয়র লাটোয়া ক্যানট্রেল ‘বিবিসি’কে বলেন, ‘বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান কর্তব্য।’


গর্ডনের কারণে ‘প্রাণহানি’ হওয়ার মতো জলোচ্ছ্বাস হতে পারে বলে সতর্ক করেছে এনএইচসি। ঘণ্টায় ১৪ মাইল বেগে এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। বুধবার ঝড়টি দ্রুত দুর্বল হয়ে ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হতে পারে বলে এনএইচসির পূর্বাভাসে বলা হয়েছে।


এর আগে ২০০৫ সালে ভয়াবহ হারিকেন ‘ক্যাটেরিনা’ নিউ অর্লিয়েন্স শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com