শিরোনাম
জাপানে শক্তিশালী টাইফুন জেবির আঘাত
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০১
জাপানে শক্তিশালী টাইফুন জেবির আঘাত
ছবি: মারুফ হাসান পারভেজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাপানে ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন জেবি মঙ্গলবার আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা একথা জানিয়েছে।


টাইফুনের প্রভাবে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এর ফলে বন্যা ও ভূমিধস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


সতর্কতামূলত ব্যবস্থা হিসেবে স্থানীয় তিন লাখ বাসিন্দাকে অন্যত্র সরে যেতে বলা হয়েছে। তাদেরকে পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর কোবের এক হাজার ৫০০টি অস্থায়ী শিবিরে আশ্রয় নিতে বলা হয়।


আবহাওয়ার বিভাগের প্রধান পূর্বাভাসকারী রিউতা কুরোরা বলেন, ঘন্টায় ২১৬ কিলোমিটার বেগে টাইফুন জেবি জাপানের পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে। এটি ১৯৯৩ সালের পর জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়।



আবহাওয়া সংস্থা টেলিভিশন সতর্কবার্তায় বলেছে, দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূবাঞ্চলীয় অংশে টাইফুনের প্রভাবে জলোচ্ছ্বাস, বজ্রপাত ও টর্নেডোসহ প্রচণ্ড বেগে বাতাস, ভূমিধস ও বন্যা দেখা দিতে পারে।


ঝড়ের আঘাতের দেশটির সবচেয়ে বড় বিমানবন্দর ডুবে গেছে এবং একটি ট্যাংকার বিধ্বস্ত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের অনেক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ে।


জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে স্থানীয়দের দ্রুত অন্যত্র সরে যাওয়ার আহবান জানিয়েছেন। সূত্র: এএফপি ও গার্ডিয়ান


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com