শিরোনাম
হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানি মারা গেছেন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০২
হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানি মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফগানিস্তানের অন্যতম শক্তিশালী জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানি মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।


দেশটির আরেক জঙ্গি সংগঠন তালেবান মঙ্গলবার এক তার মৃত্যুর খবর জানিয়েছে।


আফগান তালেবানের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, জালালউদ্দিন হাক্কানি অসুস্থ হওয়ার পর থেকে কয়েক বছর ধরে বিছানায় পড়ে ছিলেন। তিনি আল্লাহর ধর্মের জন্য অনেক কষ্ট সহ্য করেছেন।


১৯৭০ সালে হাক্কানি নেটওয়ার্ক গড়ে তোলেন জালালুদ্দিন হাক্কানি। কয়েক বছর আগে ছেলে সিরাজউদ্দিন হাক্কানির কাছে নেটওয়ার্কের অভিযান পরিচালনার নেতৃত্ব ছেড়ে দেন তিনি। সিরাজ এখন আফগান তালেবানের উপপ্রধান নেতা।


আফগানিস্তানের একজন গুরুত্বপূর্ণ জঙ্গি নেতা ছিলেন জালালুদ্দিন। তার সঙ্গে তালেবান ও আল-কায়েদা উভয় জঙ্গি সংগঠনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।


আফগানিস্তানে অবস্থানরত সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থিত যুদ্ধের মুজাহিদিন কমান্ডার ছিলেন জালালউদ্দিন হাক্কানি।


২০১২ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র হাক্কানি নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। সূত্র: এএফপি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com